আশাকরি সকলে অনেক ভালো আছেন। আপনারা দেখছেন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এর ধারাবাহিক পোষ্ট আজ আমি আপনাদের জন্য নতুন একটা কোড নিয়ে হাজির হয়েছি। আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি তারা সবাই কম-বেশি ট্র্যাকব্যাক / trackback এবং পিংব্যাক pingback এর সাথে পরিচিত। এবং সবাই ভালো করে জানেন যে, ট্র্যাকব্যাক এবং পিংব্যাক ব্লগ বা ওয়েবসাইটের জন্য ক্ষতির কোন কারণ না বরং ট্রাকব্যাক ও পিংব্যাক ব্লগের বা সাইটের জন্য উপকারী। তার পরও আমাদের মধ্যে কেউ কেউ নিজের সাইটের পিংব্যাক কে ( self pingback ) পছন্দ করেন না। তাই তারা এই কোডটি সরাসরি আপনার ওয়ার্ডপ্রেস থিমের function.php ফাইলে পেষ্ট করে সেভ করুন।
[php]
/**
* Disable self pingbacks by itbatayan.com
*
*/
function evolution_no_self_ping( &$links ) {
$home = get_option( 'home' );
foreach ( $links as $l => $link )
if ( 0 === strpos( $link, $home ) )
unset($links[$l]);
}
add_action( 'pre_ping', 'evolution_no_self_ping' );
[/php]
তাহলে এখন থেকে আপনার নিজের ওয়ার্ডপ্রেস ব্লগের কোন পোষ্টের মধ্যে অন্য কোন পোষ্ট এর লিংক দিলেও কোন প্রকার পিংব্যাক আসবে না।
Tuesday, September 25, 2018
Author: itbatayan
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
এ সম্পর্কিত আরও খবর
ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৩২, আপনার ব্লগের 'Author Bio' কতটুকু দেখাবে তা আপনিই ঠিক করে দিন।ওয়ার্ডপ্রেস ব্লগের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হল Author Bio যা সাধারণত সিঙ্গেল পোষ্ট এ শো করানো হ
ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৩০, রিমুভ করে নিন ওয়ার্ডপ্রেস ভার্সন, যে কোন পেজ ও ফীড থেকে।সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে খুব ভালো আছেন ।
ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২৮, ওয়ার্ডপ্রেস সিপ্যানেল থেকে ট্রাশ ফাইল অটোমেটিক ডিলেট করবেন যে ভাবে।আমরা প্রতিনিয়ত আমাদের সিপ্যানেল থেকে বা ওয়ার্ডপ্রেস ফাইল থেকে বিভিন্ন ধরনের জিনিষ ডিলেট করে দেই । ত
কিছু টিপস ফলো করে আপনার ওয়ার্ডপ্রেস সাইট কে করুন সুপার ফাস্ট!আজকের আলোচনার বিষয় ওয়ার্ডপ্রেস সাইট এর স্পীড বাড়ানোর কিছু সাধারণ টিপস। আমরা কখনো চাইনা আমাদের সাইট
ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১৪, ওয়ার্ডপ্রেস excerpt ellips পরিবর্তন করে নিন readmore লিংক দিয়ে।আমরা যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করি তারা ওয়ার্ড্রপ্রেস excerpt ellips এর সাথে কম বেশি সবাই পরিচিত। এট
ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২৬, Screen Option ট্যাব কে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড হতে হাইড করে দিন!!আশাকরি সকলে খুব ভালো আছেন। আমি যেহেতু ওয়ার্ডপ্রেস কোডিং নিয়ে পোষ্ট করছি। তাই স্বভাবতই এটাও ওয়ার্ডপ্
0 coment rios: