Monday, October 23, 2017

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২৬, Screen Option ট্যাব কে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড হতে হাইড করে দিন!!

আশাকরি সকলে খুব ভালো আছেন। আমি যেহেতু ওয়ার্ডপ্রেস কোডিং নিয়ে পোষ্ট করছি। তাই স্বভাবতই এটাও ওয়ার্ডপ্রেস কোডিং সম্পর্কিত এতে কোন সন্দেহ নেই। আমরা যখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ড এ ঢুকি তখন উপরের ডান কোনার দিকে একটা ট্যাব মেনু দেখা যায় যেটাতে লেখা থাকে screen option



এটাতে খুব একটা গুরুত্বপূর্ণ কোন কাজ হয় না বা করা যায় না। তাই আপনি চাইলে এটাকে হাইড করে রাখতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল : প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ড এ লগিন করুন। এখন আপনি যে থিমে করতে চান সেটি সিলেক্ট করুন। এবার এডিট বাটনে ক্লিক করুন। এরপর functions.php ফাইল টি সিলেক্ট করুন। এবার নিচে থেকে এই কোড টুকু কপি করে নিয়ে আপনার functions.php ফাইলের ?> এর পূর্বে বসিয়ে দিন।
function remove_screen_options_tab()
{
return false;
}
add_filter('screen_options_show_screen', 'remove_screen_options_tab');

এখন থেকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ড এ আপনি আর কখনও Screen Option ট্যাব টি দেখতে পাবেন না।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তীতে আরও নতুন নতুন কোড নিয়ে আসার প্রত্যাশায় এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: