ইন্টারনেট যারা একঘেয়েমিতা দূর করতে অবসর সময় কাঁটাতে ব্যবহার করে থাকেন তাঁরা প্রায় সকলেই ফেসবুক ও টুইটারের নিউজফিডের উপর চোখ বুলিয়েই সময় পার করে দেন। কিন্তু তাঁরা অনেকেই জানেনই না যে, ফেসবুক ও টুইটারের বাইরে একঘেয়েমিতা বা অবসর সময় কাঁটাতে রয়েছে মজার বেশকিছু ওয়েবসাইট। যেসকল ওয়েবসাইট ফেসবুক ও টুইটারে সময় পার করে বিরক্ত একজন মানুষকে নিয়ে যাবে একঘেয়েমিতা থেকে মজার এক দুনিয়ায়।
একঘেয়েমিতা বা অবসর সময় কাঁটানোর বিশ্বসেরা ১০ মজার ওয়েবসাইট
৹ Virtual Mount Everest Climbing
ওয়েবসাইটি ভাচুয়াল থ্রিডি এর সাহায্যে এভারেস্ট এর সমগ্র উচ্চতায় নিয়ে যাবে আপনাকে ।
৹ A soft Murmur
ওয়েবসাইটি থেকে আপনি হেডফোন ব্যবহার করে আপনার চারপাশের পরিবেশ আপনার পছন্দ মত নিবাচন করে নিতে পারবেন।
৹ Faces of Facebook
ওয়েবসাইটিতে সমগ্র ফেসবুক ব্যবহারকারীর (১.২ বিলিয়ন) প্রোফাইল পিকচার আপলোড করা থাকে যা থেকে অবসরে আপনি নিজের পিকচার খোঁজ করতে পারেন।
৹ Solve the Riddle!
ওয়েবসাইটিতে রিডার সমাধান করতে হয় অদ্ভুদ আওয়াজ ও পরিবেশের উপর ভিত্তি করে।
৹ Is it Normal?
ওয়েবসাইটি আপনার অনুভূতি বুঝতে সাহায্য করবে এবং আপনি যেকোন বিরক্তিকর কিছু জানতে চাইতে পারেন।
৹ 100,000 Stars
ওয়েবসাইটিতে মহাজগতের ছোট ছোট অংশ দেখাবে আপনাকে।
৹ Google Maps 2D Driving Simulator
ওয়েবসাইটি থেকে আপনি রাস্তায় বাস অথবা গাড়ি ড্রাইভ করতে পারবেন।
৹ Stratocam.com
ওয়েবসাইটি থেকে উপগ্রহের সবচেয়ে সেরা ছবিগুলো দেখতে পারেন।
৹ 9-Eyes
ওয়েবসাইটি থেকে মজার বাস্তায় ঘটা ছবি দেখা যায়।
৹ Touch Pianist
ওয়েবসাইটি থেকে কী ছাড়া যথাস্থানে আঘাত করে পিয়ানো বাজাতে পারবেন।
Thursday, March 1, 2018
Author: itbatayan
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: