Wednesday, October 18, 2017

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১৪, ওয়ার্ডপ্রেস excerpt ellips পরিবর্তন করে নিন readmore লিংক দিয়ে।

আমরা যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করি তারা ওয়ার্ড্রপ্রেস excerpt ellips এর সাথে কম বেশি সবাই পরিচিত। এটা দেখতে এই রকম: […] আর এটা থাকে ওয়ার্ডপ্রেস এর বেসিক থিমের হোমপেজের excerpt এর শেষে। একটা ছবি দেখলে হয়ত যারা এটার সাথে পরিচিত নন তারা বুঝতে পারবেন।



আশাকরি এখন ওয়ার্ডপ্রেস excerpt ellips কি এটা সবাই বুঝতে পেরেছেন। এখন কথা হল এটা পরিবর্তন করব কিভাবে? হ্যা সেটাই এখন দেখাবো। নিচ থেকে আপনি পিএইচপি কোড টুকু কপি করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের থিমের functions.php ফাইলে পেস্ট করে সেভ করুন।
function ld_new_excerpt_more($more) {
global $post;
return '<a class="more-link" href="'. get_permalink($post->ID) . '">&nbsp;Read more.</a>';
}
add_filter('excerpt_more', 'ld_new_excerpt_more');

উপরের কোড থেকে Read more. পরিবর্তন করে আপনার ইচ্ছামত একটা বসিয়ে নিতে পারেন। এখন আপনার ওয়ার্ডপ্রেস সাইটে গিয়ে দেখুন excerpt ellips [....] এর পরিবর্তে Read more. শো করছে ঠিক এই রকম:



এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: