ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৩৪, ওয়ার্ডপ্রেস এর RSS Feed এ থাম্বনেইল দেখান কোড এর মাধ্যমে।

আমরা জানি যে, ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেস আরএসএস ফীড থাম্বনেইল দেখায় না। যে বিষয় টা শুধু আমার কাছে না অন্যসব ইউজার যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তাদের কাছেও কোন ভাবে গ্রহণযোগ্যতা পায় না। আরএসএস ফীড এ থাম্বনেইল দেখালে সেটা দেখতে যেমন ভালো লাগে তেমনি অন্যান্য সুবিধাও আছে। তাই আমি এখন আপনাদের সাথে একটা কোড শেয়ার করছি যেটা ব্যবহার করলে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ এর আরএসএস ফীড এ থাম্বনেইল দেখাবে।

[php]
add_filter('the_content_feed', 'rss_post_thumbnail');
function rss_post_thumbnail($content) {
global $post;
if( has_post_thumbnail($post->ID) )
$content = '

' . get_the_post_thumbnail($post->ID, 'thumbnail') . '

' . $content;
return $content;
}
[/php]
উপরের কোডটা কপি করে আপনি আপনার ওয়ার্ডপ্রেস থিম এর functions.php ফাইলে পেস্ট করে সেভ করুন। ব্যাস কাজ শেষ এখন থেকে আপনার ওয়ার্ডপ্রেস আরএসএস ফীড এ থাম্বনেইল দেখাবে।
ধন্যবাদ সবাইকে।


Comments

Popular posts from this blog

এইচটিএমএল এর সকল ট্যাগ এর তালিকা। সংগ্রহে রাখুন অবশ্যই কাজে লাগবে।

অবসর সময় মজা করে কাটাতে আপনাদের জন্য নিয়ে আসলাম মজার কিছু ওয়েবসাইট।

ওয়েবসাইট তৈরীরর আগে যে বিষয়গুলো আপনার জানা দরকার।