গতি কমার কারন:
১)পেনড্রাইভ যত ব্যবহার করা হবে তত পুরোনো হবে, যার ফলে গতি তত কমতে থাকে।
২) কোন ধরনের ফাইল পাঠানো হচ্ছে সেটার বিবেচনায় গতি কমে। আবার গান, ভিডিও বা ডকুমেন্টস ফাইল দ্রুত যায়। কিন্তু এক ফোল্ডারে ছোট ছোট অনেক ফাইল থাকলে বা অ্যাপ্লিকেশন ফাইল ধীরে যায়।
৩) আবার কম্পিউটারের ইউএসবি পোর্ট এর ওপর নির্ভর করে পেনড্রাইভের গতি।
গতি বাড়াবেন যেভাবে:
প্রথমে আপনার কম্পিউটার অন করে ইউএসবি পোর্টে পেনড্রাইভে লাগিয়ে নিন। এবার পেনড্রাইভের রাইট বাঁটনে ক্লিক করে Format এ ক্লিক করুন। File system থেকে NTFS নির্বাচন করুন। Format option এর Quick Formatএ থাকা টিক চিহ্ন তুলে দিন। Start-এ ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন। এভাবে পেনড্রাইভ ফরম্যাট করতে সময় বেশি নিতে পারে। কিন্তু আপনার পেনড্রাইভের গতি আগের থেকে বাড়বে।
ডিস্কে সমস্যা: কম্পিউটারের হার্ডড্রাইভের মতো পেনড্রাইভের ডিস্কে সমস্যা থাকলে তথ্য স্থানান্তরে ঝামেলা হতে পারে। যদি ডিস্কের সমস্যাকে স্ক্যান করে নেওয়া যায়, তবে তথ্য স্থানান্তর দ্রুত হবে। এ জন্য পেনড্রাইভে ডান ক্লিক করে Properties থেকে Tools ট্যাবে ক্লিক করুন। Check now বোতামে ক্লিক করুন। Automatically fix file system errors এবং Scan for and attempt recovery of bad sectors এর মধ্যে টিক চিহ্ন দিয়ে Start চাপুন। এই কাজটি সম্পন্ন হতেও সময় বেশি নেবে। কিন্তু আপনার পেনড্রাইভের গতি আগের থেকে অনেক বৃদ্ধি পাবে।
আর একটা কথা ঘন ঘন পেনড্রাইভ ফরম্যাট করলে সেই পেনড্রাইভ ভালোভাবে কাজ নাও করতে পারে।
Thursday, February 8, 2018
Author: itbatayan
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
এ সম্পর্কিত আরও খবর
আসুন মাউসের কিছু বিশেষ ব্যবহার সম্পর্কে জেনে নিই।এ টিউটোরিয়ালে আপনাদের মাউস ব্যবহারের বিশেষ কিছু ট্রিপস তুলে ধরা হলো। এগুলো জেনে নিলে অনেক কাজ দ্র
আপনার কম্পিউটার যদি স্লো হয়ে যায় তাহলে এই পোষ্টটি আপনার জন্য।১।কিছু সময় পরপর Start থেকে Run-এ ক্লিক করে tree লিখে ok করুন। এতে র্যামের কার্যক্ষমতা বাড়ে। ২।Ctrl
নিয়ে নিন পিসির জন্য ছোট্ট সুন্দর এবং দারুন একটি মিউজিক প্লেয়ার!!সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো তাই না? গান শোনেন ন
একদম সহজে আপনার কম্পিউটার ও পেনড্রাইভ থেকে শর্টকাট ভাইরাস দূর করুন!!শর্টকাট ভাইরাস অনেকের জীবনে দুর্যোগ নিয়ে আসছে। কোন কিছুই পেন ড্রাইভে বা মেমরিতে নেওয়া যায় না। নিলে
অধিকাংশ কম্পিউটার ব্যবহারকারী দের প্রচলিত কিছু ভুল ধারণা।কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে রয়েছে নানা রকম আজিব ধারনা। ধারনাগুলো মাঝে মাঝে অনেক হাস্যকরও বটে। সে
কম্পিউটারের Properties এ আপনার নিজের ছবি এড করুন খুব সহজে।আজ আমি কম্পিউটার প্রোপাটিজ এ কিভাবে ছবি এড করা যায় তা বলব।যেমন…..প্রথমে আপনার পছন্দ মত একটা ছবি বাছ
0 coment rios: