Thursday, January 25, 2018

কম্পিউটারের Properties এ আপনার নিজের ছবি এড করুন খুব সহজে।

আজ আমি কম্পিউটার প্রোপাটিজ এ কিভাবে ছবি এড করা যায় তা বলব।

যেমন…..



প্রথমে আপনার পছন্দ মত একটা ছবি বাছাই করতে হবে । এরপর ছবিটা ফটোসপে রি-সাইজ করে নিতে হবে ,মনে রাখতে হবে ছবিটা 120×120 পিক্সেল করে BMP ফরমেটে সেভ করতে হবে।

এরপর আপনার ছবিটা কপি করে নিচের লোকেশন এর মত যেতে হবে এবং পেস্ট করে দিন।
C:\Windows\System32\oobe\Your-pic.bmp
উদাহরনসরূপ- আপনার কম্পিউটার এর C ড্রাইভের ভিতর Windows ফোল্ডারে এর পর System32 গিয়ে oobe ফোল্ডারে গিয়ে আপনার ছবিটা পেস্ট করতে হবে।

তারপর যে কাজটা করতে হবে তা হল Run ওপেন করে regedit লিখে Enter চাপার পর Continue করে HKEY_LOCAL_MACHINE \ SOFTWARE \ Microsoft \ Windows \ CurrentVersion \ OEMinformation এ গিয়ে যে কোন জায়গায় রাইট ক্লিক করে New থেকে String Value ক্লিক করতে হবে।এরপর তা রিনেম করে logo লিখে রিনেম করে সিলেক্ট অবস্থায় রাইট ক্লিক করে Modify করতে হবে যেমন-%systemroot%\System32\oobe\Your-pic.bmp [এখানে Your-pic.bmp এর জায়গায় আপনার ছবির নামটা দিবেন] পেস্ট করবেন এবং সেভ দিবেন।

এরপর আপনি Computer এ রাইট ক্লিক করে Properties এর ডান দিকে আপনি আপনার ছবিটি পেয়ে যাবেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: