১।কিছু সময় পরপর Start থেকে Run-এ ক্লিক করে tree লিখে ok করুন। এতে র্যামের কার্যক্ষমতা বাড়ে। ২।Ctrl + Alt + Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Task Manager খুলুন।তারপর Processes-এ ক্লিক করুন। অনেকগুলো প্রোগ্রাম-এর তালিকা দেখতে পাবেন। এর মধ্যে বর্তমানে যে প্রোগ্রামগুলো কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দেন।
৩।কম্পিউটারের র্যাম কম থাকলে কম্পিউটার ধীর গতির হয়ে যায়। ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কম্পিউটার গতি কিছুটা বাড়ানো যায়। ভার্চুয়াল মেমোরি বাড়ানোর জন্য প্রথমে My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে properties-এ যান। এখন Advance-এ ক্লিক করে performance এর settings-এ ক্লিক করুন। আবার Advance-এ ক্লিক করুন। এখন change-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size ও Maximum size-এ আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন। তবে Initial size-এ আপনার কম্পিউটারের র্যা মের size-এর দ্বিগুন এবং Maximum size-এ র্যা মের size-এর চারগুন দিলে ভাল হয়।
৪। কন্ট্রোল প্যানেলে যান। Add or Remove-এ দুই ক্লিক করুন। Add/Remove windows components-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটির বাম পাশ থেকে অদরকারি প্রোগ্রামগুলোর পাশের টিক চিহ্ন তুলে দিন। তারপর Accessories and Utilities নির্বাচন করে Details-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটি থেকে যে প্রোগ্রামগুলো আপনার কাজে লাগে না সেগুলোর টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। এখন next-এ ক্লিক করুন। Successful meassage আসলে Finish-এ ক্লিক করুন।
Thursday, March 1, 2018
Author: itbatayan
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
এ সম্পর্কিত আরও খবর
আপনার কম্পিউটারের এন্টিভাইরাস ঠিকঠাক কাজ করছে কিনা এক্ষুনি চেক করে নিন।কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আজ আপনাদের সাথে খুবি গুরত্তপূর্ণ একটি ট্রিক্স শেয়ার করবো।মনে হয় অ
কম্পিউটারের সিক্রেট ফোল্ডার সফটওয়ার ছাড়া লক করুন!!!সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের পোষ্ট শুরু করছি। আশাকরি সকলে খুব ভালো আছেন। আমিও আপন
খুব সহজেই বাড়িয়ে নিন আপনার পেনড্রাইভের গতি!!গতি কমার কারন:১)পেনড্রাইভ যত ব্যবহার করা হবে তত পুরোনো হবে, যার ফলে গতি তত কমতে থাকে।২) কোন ধরনের ফ
কম্পিউটারের ডুপ্লিকেট ফাইল গুলো মুছে ফেলুন কোন ঝামেলা ছাড়াই!আপনার কম্পিউটারে যদি হাজারো ছবি বা গান থাকে তাহলে একই ফাইল ভিন্ন ভিন্ন ফোল্ডারে একাধিকবার থাকতে পার
আপনার কম্পিউটারের যে কোন ফাইল বা ফোল্ডার খুজে বের করুন এখন আরও সহজে!!!সালাম ও শুভেচ্ছা নিবেন আশাকরি সকলে ভালো আছেন। সবাই নাম শুনেই নিশ্চই বুঝতেই পারছেন এভ্রিথিং মানে সবক
আপনার কম্পিউটার কি বারবার রিস্টার্ট হয়? নিয়ে নিন সমাধান।কম্পিউটার বা ল্যাপটপে কাজ করতে গেলে মাঝেমধ্যে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। প্রায়ই হয় এমন সাধারণ সম
0 coment rios: