Tuesday, February 27, 2018

আপনার কম্পিউটারের এন্টিভাইরাস ঠিকঠাক কাজ করছে কিনা এক্ষুনি চেক করে নিন।

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আজ আপনাদের সাথে খুবি গুরত্তপূর্ণ একটি ট্রিক্স শেয়ার করবো।

মনে হয় অনেক-ই জানেন,তারপরও কিছু নতুন এবং ভিন্ন ভাবে আমি এই পোস্ট টা সবার সামনে উপস্থাপন করলাম।


আপনি জানেন কি আপনার anti virus টি কাজ করে কি না? যদি না জেনে থাকেন তাহলে এখনি জেনে নিন।

তার জন্য প্রথমে আপনি আপনার notepad ওপেন করুন, তারপর হুবহু নিচের লেখাটি কপি করে notepad এ পেস্ট করুন…।।

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

এখন সেভ করার সময় নাম দিবেনঃ test.com, ফাইলটি ডেস্কটপে সেভ করুন।


এখন এটা ওপেন করার সাথে সাথে যদি এটা ডিলেট হয়ে যায়,তাহলে মনে করবেন আপনার অ্যান্টিভাইরাস টা ঠিক


মতো কাজ করছে । যদি ডিলেট না হয় ,তাহলে মনে করবেন anti virus নামে “কলা” বিক্রি করতেছেন!! lol!!!!!!


অনেক সময় ওপেন করা লাগেনা, সেভ করার সাথে সাথেই ডিলেট হয়ে যায়।

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: