দেখে নিন আপনার কম্পিউটারের কীবোর্ডের যে কোন কী নষ্ট হলে যা করবেন।

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পোষ্ট শুরু করছি। কম্পিউটারের কীবোর্ডের কী নষ্ট হওয়া নতুন কোন কথা নয় বা নতুন কোন বিষয় নয়। এটা প্রায়ই হয়ে থাকে বা হতে পারে। তাই এই সমস্যায় যারা পড়েছেন বা যারা পড়তে পারেন তাদের জন্য আমার এই পোষ্ট। আমার ল্যাপটপের N কী নষ্ট তাই আমি প্রাক্টিক্যাল ভাবে আমার এই N কী সমস্যার সমাধান করার মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব যে কোন কী নষ্ট হলে কীভাবে ঠিক করবেন বা সমাধান করবেন।

প্রথমে আমাদের এই লিংক থেকে একটা ছোট্ট সফটওয়ার ( key tweaker-280kb) ডাউনলোড করে ইন্সটল করতে হবে। ইন্সটল করা হয়ে গেলে সফটওয়ার টি ওপেন করুন। ওপেন করার পর এই রকম একটা ইন্টারফেস দেখতে পাবেন:

[caption id="attachment_1728" align="aligncenter" width="630"]www.itbatayan.com www.itbatayan.com[/caption]

এখানে Choose New Remapping নামে যে ড্রপডাউনা মেনু আছে সেখান থেকে আপনার যে কী টা নষ্ট সেটা নির্বাচন করুন। আমার ল্যাপটপের N কী নষ্ট তাই N কী নির্বাচন করেছি। এর পর Half Teach Mode বাটনে প্রেস করুন। ঠিক এই রকম:

[caption id="attachment_1729" align="aligncenter" width="627"]www.itbatayan.com www.itbatayan.com[/caption]

এর পর এই রকম একটা উইন্ডো ওপেন হবে:

[caption id="attachment_1730" align="aligncenter" width="617"]www.itbatayan.com www.itbatayan.com[/caption]

এখান থেকে Scan a Single Key বাটন প্রেস করুন। Scan a Single Key বাটন প্রেস করলে Scan a Single Key এর জায়গায় Press a key! লেখা শো করবে ঠিক এই রকম:

[caption id="attachment_1731" align="aligncenter" width="623"]www.itbatayan.com www.itbatayan.com[/caption]

এবার আপনি যে কী টাতে (কীবোর্ডে অনেক কী থাকে যেটা সচরাচর আমাদের কাজে লাগে না) আপনার N কী মানে নষ্ট কী এড করতে চান সেটা চাপুন তাহলে অটোমেটিক Scancode এর জায় গায় কী নাম্বার ডিসপ্লে হবে এবং Destination Key এর জায়গায় আপনার নষ্ট কী টি সিলেক্ট করুন ঠিক এই রকম:

[caption id="attachment_1733" align="aligncenter" width="622"]www.itbatayan.com www.itbatayan.com[/caption]

এবার Remap এ ক্লিক করুন। তাহলে এই রকম একটা উইন্ডো ওপেন হবে:

[caption id="attachment_1734" align="aligncenter" width="890"]www.itbatayan.com www.itbatayan.com[/caption]

এখান থেকে Apply করলে আপনার কম্পিউটার রিস্টার্ট চাইবে রিস্টার্ট করুন। আপনার কম্পিউটার রিস্টার্ট হয়েগেলে দেখুন আপনার নষ্ট কী টি যে কীতে রিম্যাপ করেছেন সেটিতে কাজ করছে।

এই রকম আরো অনেক টিপস পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

 

 

 

 

 

 

Comments

Post a Comment

Popular posts from this blog

এইচটিএমএল এর সকল ট্যাগ এর তালিকা। সংগ্রহে রাখুন অবশ্যই কাজে লাগবে।

অবসর সময় মজা করে কাটাতে আপনাদের জন্য নিয়ে আসলাম মজার কিছু ওয়েবসাইট।

ওয়েবসাইট তৈরীরর আগে যে বিষয়গুলো আপনার জানা দরকার।