আজেকে যে বিষয় নিয়ে লিখবো এতক্ষনে আশা করি বুঝে ফেলেছেন। বুঝে ফেলারই কথা, কারন আমি কোন শিরোনামটি ফুস্তু
ভাষায় লিখিনি। যাক গে, মুল কথায় আসি, শিরোনামে যা দেখতছেন, এই সমস্যাটিতে অনেকেই পড়ে থাকেন, বা অনেকেই এই
সমসসায় পড়েননি, যারা পড়েননি তাদেরকে বলবো টিপসটি সংগ্রহে রাখুন, বলাতো যায়না পিসি যেহেতু use করেন সমসসায়
যে কোন সময় পড়তেও পারেন!!! আরে! শুধু বক বক করে যাচ্ছি, অথচ টিপসটিই এখনও শেয়ার করিনি……………
চলুন সমাধানের পথে যাই, my computer এ ঢুকুন, তারপর tools/folder option/view এ গিয়ে hide protected operating
system files (recommended) থেকে টিক চিহ্ন তুলে দিন, এবং show hidden files and folders অপশনটি নির্বাচিত করুন।
এখন যে ড্রাইভের জায়গা পূর্ণ হয়ে আছে সেখানে গিয়ে দেখুন system volume information নামের একটা ফোল্ডার পাবেন,
এইবার ঐ ফোল্ডারের ভিতর সবগুলো ফাইল মুছে ফেলুন, সাবধান ফোল্ডারটি মুছবেননা। এভাবে প্রতিটি ড্রাইভের ভিতরেই
উল্লেখিত ফোল্ডারটি পাবেন, এবং ফোল্ডারের ভিতরের সবগুলো ফাইল মুছে ফেলুন। ব্যাস এবার দেখুন আপনার হার্ড ডিস্ক খালি হয়ে গেছে।
কাজ শেষ হলে আবার tools/folder option/view এ গিয়ে hide protected operating system files (recommended) এ
টিক চিহ্ন দিয়ে সিস্টেম ফাইলগুলো পুনরায় লুকিয়ে ফেলুন।
আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ…………………………………।
Tuesday, February 27, 2018
Author: itbatayan
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: