বন্ধুরা কেমন আছেন? আশা করি ভাল আছেন। ভাবছেন ইদানীং খুব বেশি দেখা যাচ্ছে আমাকে তাই না! আসলে আমি এই কয়দিন
খুব ফ্রি আছি তাই আপনাদের সাথেও খুব বেশি দেখা হচ্ছে। যাক গে ওসব কথা, কাজের কথায় আসি, আমাদের অনেকেরই
এই সমস্যা হয়ে থাকে যে কম্পিউটার বন্ধ হতে অনেক দেরী বা সময় নিতে থাকে যা খুবি বিরক্তিকর। তাই আজ সমস্যাটি থেকে
মুক্তি নিতে পারেন আমার দেখানো ট্রিক্সটি অনুস্মরণ করে। মুলত সমস্যাটি হল কম্পিউটার অনেক্ষন চলতে চলতে windows কতগুলো
টেম্পোরারি ফাইল তৈরি করে এবং কম্পিউটার বন্ধ করার সময় সেগুলো মুছতে থাকে, তাই কম্পিউটার বন্ধ হওয়ার সময় দেরী করে।
এখন আপনি চাইলে এই দেরী হওয়াটা দূর করে দিতে পারেন, তার জন্য প্রথমে start menu থেকে run এ যান তারপর লিখুন regedit
এবং ok চাপুন, রেজিস্ট্রি এডিটর চালু হবে। এবার নিচের নিয়মটি অনুস্মরণ করুন। (মনে রাখবেন নিচে যা দেখানো হচ্ছে সবগুলো ডাবল
ক্লিক করে করে ওপেন করতে হবে)
HKEY_LOCAL_MACHINE/SYSTEM/ControlSet002/CONTROL/SessionManager/MemoryManagement
এবার ডান পাশে দেখুন, ClearPageFileAtShutdown নামের একটি অপশন আছে সেখানে ডাবল ক্লিক করুন এবং value data,
0 (জিরো) করে ok করুন যদি value data, 0 (জিরো) না থাকে। এবার কম্পিউটার রিস্টার্ট করুন।
ব্যাস কাজ শেষ, আশা করি আপনি আর ওই সমস্যায় পড়বেননা।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
Tuesday, February 27, 2018
Author: itbatayan
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
এ সম্পর্কিত আরও খবর
আসুন বায়োস (BIOS) সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।বায়োস হলো বেসিক ইনপুট আউ্টপুট সিস্টেম (Basic Input Output System) এর সংক্ষিপ্ত । বায়োস মূলতঃ একটি র
আপনার টাইপিং এর গতি মেপে নিন এবং সাথে প্রাক্টিস এর সুবিধা!!সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খ
আপনার কম্পিউটারের যে কোন ফাইল বা ফোল্ডার খুজে বের করুন এখন আরও সহজে!!!সালাম ও শুভেচ্ছা নিবেন আশাকরি সকলে ভালো আছেন। সবাই নাম শুনেই নিশ্চই বুঝতেই পারছেন এভ্রিথিং মানে সবক
সফটওয়ার ছাড়া আপনার পেনড্রাইভ লক করবেন যে ভাবে।পেনড্রাইভের সুরক্ষার জন্য পাসওয়ার্ড ব্যবহার করেন অনেকে। আর এজন্য পোহাতে হয় পাসওয়ার্ড দেয়া সফটওয়্যার
আপনি কি জানেন? আপনার কম্পিউটারের বয়স কত? না জানলে আজই জেনে নিন!!সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের টিউন। উপরের শিরোনাম দেখে বোধ হয় অনেকেরই চমকে উ
আপনার ফায়ারফক্স ব্রাউজারে বাংলা লেখা এলোমেলো দেখালে এই পোষ্টটি আপনাকে সমাধান দিবে।আমার আজকের পোস্টটি হয়ত অনেকের কাছে তেমন গুরত্ত নাও পেতে পারে, কারন এই পোস্টটি হয়ত অনেকের জানাআছে। ক
0 coment rios: