Thursday, February 15, 2018

আপনি কি জানেন? আপনার কম্পিউটারের বয়স কত? না জানলে আজই জেনে নিন!!

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের টিউন। উপরের শিরোনাম দেখে বোধ হয় অনেকেরই চমকে উঠবার কথা! এই প্রেক্ষিতে অনেকেই বলবেন এতদিন ধরে তো কম্পিউটার/পিসি অপারেট করছি কিন্তু এই টিপসের কথা শুনি নাই। তথাপি যারা ইতিপূর্বে জানেন তাদের তো ভিন্ন কথা! বলতে গ্রেট দ্যা বস!! যাইহোক এবার মূল আলোচনাতে আসি-

যে কারনে আপনার কম্পিউটারের/পিসির বয়স জানা প্রয়োজন?


উদাহরন হিসাবে বলি আমরা অনেকেই পুরাতন কম্পিউটার, নোটবুক, ল্যাপটপ কিনি বা অনেকেই ভাবছেন পুরাতন কম্পিউটার, ল্যাপটপ, নোটবুক ক্রয় করবেন কিন্তু সমস্যার বিষয়টা হল এটা কতদিনের পুরাতন তা জানাটা অতিব জরুরী। কারন, যিনি বিক্রি করবেন সে সঠিক তারিখ নাও বলতে পারেন কিংবা অপারগতা প্রকাশ করতে পারেন। অপরদিকে আপনি আপনার আত্নীয় কিংবা বন্ধুর বাসাতে গেলেন সেখানেও পিসির বয়স জানার ইচ্ছাটাও প্রকাশ করতে পারেন।সুতরাং বুঝতেই পারছেন নিজে যদি পিসির বয়স বাহির করার টিপসটি জেনে নিতে পারেন তাহলে কতইনা মজাটা পাবেন!!

কিভাবে কম্পিউটারের/পিসির বয়স বাহির করবেন?




  • প্রথমে Start মেনু তে যান।

  • Search Option থেকে cmd টাইপ করুন এবং ফাইল টিকে run as administration হিসেবে চালু করুন অথবা cmd চালু করুন।




  • সেখানে Type করুন নিচের Code অর্থাৎ DEBUG টাইপ করে এন্টার দিন।

  • অতপর সেখানে Type করুন DF000:FFF5 এবং এন্টার দিন।




  •  এখন দেখুন মজা আপনার কম্পিউটার এর বয়স বের হয়ে আসবে।



তারপরেও যাদের বুঝতে সমস্যা তাদের কথা মাথাই রেখে নিচে স্ক্রীনশট সহ ছবি দেয়া হল আশা করি আর বুঝতে সমস্যা হবে না।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: