Tuesday, February 13, 2018

এখনই ফ্রি ডাউনলোড করে নিন এইচটিএমএল-৫ বাংলা ই-বুক।

বর্তমানে ওয়েব ডেভেলপমেন্ট এর প্রচুর চাহিদা রয়েছে। অনেকেই ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন। আবার অনেকেই ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন। যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন তাঁদের প্রথমেই এইচটিএমএল শিখতে হবে। তাঁদের কথা চিন্তা করেই এইচটিএমএল৫ বাংলা ই-বুক লেখা হয়েছে। তাই, বইটিতে প্রতিটি বিষয় সহজভাবে উপস্থাপন করা হয়েছে। যেন, যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে চান তাঁরা সহজেই প্রতিটি বিষয় বুঝতে পারেন। বইটি মোট তিনটি অধ্যায়ে লেখা হয়েছে।

লেখকঃ মোহাম্মদ জিহাদুর রহমান নয়ন

সম্পাদনায়ঃ মোহাম্মদ তরিকুল মাওলা সুজন (Mtm Sujan)

সহযোগিতায়ঃ মোহাম্মদ আরাফাত রহমান

প্রকাশকঃ

ডাউনলোড লিংকঃ এখানে

 

এইচটিএমএল৫ বাংলা ই-বুক এর সূচীপত্র


প্রথম অধ্যায়

-এইচটিএমএল কি?

-এইচটিএমএল শেখার পূর্বপ্রস্তুতি

-এইচটিএমএল সিনট্যাক্স

-এইচটিএমএল ইলিমেন্ট

-এইচটিএমএল আট্রিবিউট

-এইচটিএমএল কমেন্ট

– এইচটিএমএল ভ্যালিডেটর

দ্বিতীয় অধ্যায়

-এইচটিএমএল প্যারাগ্রাফ

-এইচটিএমএল লাইনব্রেক

– এইচটিএমএল হেডিং

-এইচটিএমএল লিংক

– এইচটিএমএল ইমেজ

-এইচটিএমএল লিস্ট

– এইচটিএমএল টেবিল

-এইচটিএমএল ফর্ম

– এইচটিএমএল এনটাইটি

– এইচটিএমএল আইফ্রেম

তৃতীয় অধ্যায়

– এইচটিএমএল হেডার (Header)

– এইচটিএমএল নেভ (HTML Nav)

– এইচটিএমএল সেকশন (Section)

– এইচটিএমএল আর্টিকেল (Article)

– এইচটিএমএল ফুটার (Footer)

– এইচটিএমএল অডিও (Audio)

– এইচটিএমএল ভিডিও (Video)

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: