আপনার পাসওয়ার্ড এর নিরাপত্তায় কিছু গুরুত্বপূর্ণ টিপস।

সম্প্রতি ইয়াহু থেকে ৫০ হাজার, লিংকডইন থেকে ৬০ লাখ আর এনভিডিয়া থেকে ৪ লাখ পাসওয়ার্ড চুরি করে নিয়েছে হ্যাকাররা। ইন্টারনেটে বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য চুরির ঘটনা প্রায়শই ঘটছে। ইন্টারনেট নিরাপত্তা-বিশেষজ্ঞরা ইন্টারনেটে তথ্য হ্যাক হয়ে যাওয়ার এ ঘটনায় সবাইকে সতর্ক থাকার এবং বিভিন্ন ওয়েবসাইটে জটিল পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।
পাশাপাশি বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড হালনাগাদ করা এবং একই পাসওয়ার্ড সব ধরনের অ্যাকাউন্টে ব্যবহার না করারও পরামর্শ দিয়েছেন তাঁরা। এ প্রসঙ্গে কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফির কম্পিউটার-বিশেষজ্ঞরা ১০টি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
১. প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন।
২. কোনো ডিভাইস থেকে ইন্টারনেট ব্যবহার শেষ হলে তা অবশ্যই লগ-অফ করুন।
৩. হালনাগাদ অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন ও কি লগার্স এড়িয়ে চলুন।
৪. নিজের নিয়ন্ত্রণ থাকে না এমন কম্পিউটার বা সাইবার ক্যাফেতে পাসওয়ার্ড ব্যবহারের বিষয়ে সতর্ক থাকুন।
৫. কারও সঙ্গে পাসওয়ার্ড বিনিময় করবেন না, বা কাউকে নিজের পাসওয়ার্ড জানাবেন না।
৬. বছরে অন্তত একবার পাসওয়ার্ড পরিবর্তন করুন।
৭. সহজে মনে রাখা সম্ভব অথচ অনুমানযোগ্য নয় এমন পাসওয়ার্ড নির্বাচন করুন।
৮. কমপক্ষে আট সংখ্যার পাসওয়ার্ড বেছে নিন। এ ক্ষেত্রে সংখ্যা ও অক্ষরের সমন্বয় করুন।
৯. সহজে পাসওয়ার্ড মনে রাখার জন্য সূত্র হিসেবে কোনো কবিতার লাইন বা কোনো শব্দগুচ্ছ মনে রাখুন।
১০. পাসওয়ার্ড শক্তিশালী কি না তা পরীক্ষা করুন। যে অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিচ্ছেন তাতে যদি পাসওয়ার্ড বিশ্লেষণ করার পদ্ধতিটি থাকে তবে সেখানে দেখানো নিয়ম মেনে পাসওয়ার্ড নির্বাচন করুন।

Comments

Popular posts from this blog

এইচটিএমএল এর সকল ট্যাগ এর তালিকা। সংগ্রহে রাখুন অবশ্যই কাজে লাগবে।

অবসর সময় মজা করে কাটাতে আপনাদের জন্য নিয়ে আসলাম মজার কিছু ওয়েবসাইট।

ওয়েবসাইট তৈরীরর আগে যে বিষয়গুলো আপনার জানা দরকার।