টেক দুনিয়ার খোঁজ খবর যারা রাখেন তাদের মধ্যে অনেকেই বিটকয়েন সম্পর্কে জানে। সাতোশি নাকামোতো ২০০৮ সালে এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন।
বর্তমানে বিটকয়েন বেশ জনপ্রিয়, এবং এর চাহিদাও বাড়ছে। বৈধ অবৈধ দুইভাবেই বিটকয়েনের ব্যবহার হচ্ছে। তবে বিটকয়েন নিয়ে অনেক তথ্যই রয়েছে যা অনেকেরই হত অজানা।
১. বাংলাদেশ, ভিয়েতনাম, বলিভিয়া, কিরগিজস্তান, আইসল্যান্ড, ইকুয়েডর ও থাইল্যান্ডে বিটকয়েন অবৈধ।
২. ২০১৩ সালে নাকোভা নামের এক ব্যক্তি জুয়া খেলে প্রায় ১.৩ মিলিয়ন ডলার মূল্যের ১১০০০ বিটকয়েন জিতেছিল, আজকের দিনে যার মূল্য প্রায় ৪৭মিলিয়ন ডলারেরও বেশী।
৩. ২০১৭ সালে বিটকয়েন প্রায় ১৬২% বৃদ্ধি পেয়েছে।
৪. বিটকয়েন নেটওয়ার্ক প্রায় ৫০০টি সুপারকম্পিউটারের চেয়েও বেশি শক্তিশালী।
৫. কানাডার ভ্যানক্যুভারে বিটকয়েনের প্রথম এটিএম মেশিন চালু হয়েছে।
রজার ভেয়ার (52 মিলিয়ন বিটকয়েনস),
চার্লি শর্ম (45 মিলিয়ন বিটকয়েন) এবং
ডেভ কার্লসন (35 মিলিয়ন বিটকয়েন)
তারা বিটকয়েন মিলিওনারদের কয়েকজন।
৭. আপনি Blockchain খেলা খেলতে অতিরিক্ত বিটকয়েন উপার্জন করতে পারবেন।
৮. ইউনিভার্সিটি অব নিকোসিয়া, সাইপ্রাস, প্রথম বিশ্ববিদ্যালয় ছিল, যা একাডেমিক ফিসের জন্য পেমেন্ট করার জন্য বিটকয়েনকে গ্রহণ করত।
৯. প্রায় ২১ মিলিয়ন বিটকয়েনের লিমিট ২১৪০ সালের মধ্যে মেয়াদ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
১০. ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিটকয়েনের মূল্য ৮৭৯৯৯৯ গুণ বেড়েছে।
পোষ্টটি প্রথম প্রকাশিত এখানে এবং লেখক: Muhammad Easin Islam
Sunday, January 14, 2018
Author: itbatayan
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
এ সম্পর্কিত আরও খবর
আসুন জেনে নিই ভার্চুয়াল কার্ড এর কিছু উপকারিতা।ভার্চুয়াল কার্ড এমন একটি কার্ড যেখানে কোন ব্যাংক একাউন্ট ছাড়াই যে কেউ রেজিস্ট্রেশন করতে পারে, সহজ ভ
ইন্টারনেটে নিরাপদ থাকতে যে নিয়ম গুলো মেনে চলা আবশ্যক।আমরা আমাদের কর্মব্যস্ত জীবনধারায় সামান্য বৈচিত্র্য আনতে বিশেষ কোনো বিষয়কে গুরুত্ব দিয়ে বছরের একটি ন
আপনি কি জানেন আইপি এড্রেস আসলে কি?আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা সকলেই আইপি এড্রেস এই নাম টির সাথে পরিচিত কিন্তু অধিকাংশের ক্ষে
আপনার গুগল ক্রোম ব্রাউজারের গতি কমে গেলে যে ভাবে আবার গতি বাড়িয়ে নিবেন।বিশ্বের প্রায় অর্ধেক ইন্টারনেট ব্যবহারকারী ওয়েবসাইট দেখার সফটওয়্যার বা ব্রাউজার হিসেবে বেছে নেন গুগ
ইন্ট্রানেট এবং এক্সট্রানেট সম্পর্কে কিছু কথা।আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশাকরি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ইন্
বাড়িয়ে নিন আপনার কম্পিউটারের ডাউনলোড স্পীড, খুব সহজে!!আশাকরি সকলে ভালো আছেন। সাধারণত প্রায় ৮০% লোক ডাউনলোড করবার জন্য Internet Download Manager ব্যবহার ক
0 coment rios: