লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইন্সটল (মেগা পোষ্ট)

কেমন আছেন সবাই? আশাকরি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের জন্য একটা পুরাতন বাট গুরুত্বপূর্ণ পোষ্ট নিয়ে আসলাম। আমার আজকের পোষ্ট টা বিশেষ করে যারা ওয়ার্ডপ্রেস নিয়ে নতুন কাজ করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পোষ্ট টি ভালো ভাবে মনোযোগ দিয়ে দেখলে আপনি আপনার লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারবেন কোন রকম হোস্টিং বা সার্ভার ছাড়া। এভাবে নিজের কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করে আপনি যদি প্রাক্টিস করেন তাহলে ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণাটা আরো বাড়বে। তাই এখনি দেখে নিন আমার আজকের পোষ্ট।

প্রথমে আপনি এই লিংক থেকে ওয়ার্ডপ্রেস প্যাকেজটি ডাউনলোড করে নিন।



এবার আপনার যেটা দরকার হবে সেটা হল: আপনার কম্পিউটারে জ্যাম্প ইন্সটল করা। যেটা আপনি আমার এই পোষ্ট থেকে দেখে নিতে পারবেন। মনেকরি আপনি আমার টিউটোরিয়াল দেখে হোক বা অন্য কোন ভাবে হোক জ্যাম্প ইন্সটল করে নিয়েছেন। এবার আপনাকে জ্যাম্প এর কন্ট্রোল প্যানেল ওপেন করে Apache এবং MySQL চালু করতে হবে নিচের ছবির মত।



নিচের ছবিতে দেখুন চালু হয়ে গেছে। এই রকম চালু করে নিয়ে আপনি এটাকে মিনিমাইজ করে রেখে ‍দিন।



এবার ডাউনলোড করা ওয়ার্ডপ্রেস প্যাকেজ কে নিচের চিত্রের মত local Disk> xampp > htdocs ফোল্ডারে এক্সট্রাক্ট করুন।

 



 

 

এবার আপনার যে কোন ব্রাউজারের এড্রেস বারে লিখুন: localhost/phpmyadmin/ এবং এন্টার চাপুন তাহলে নিচের চিত্রের ইন্টারফেস দেখতে পাবেন। সেখান থেকে New তে ক্লিক করুন:



এখন যে ইন্টারফেস আসবে সেখানে Create database এর স্থানে আপনার ডাটাবেজ এর যে নাম দিতে চান সেটি দিয়ে Create বাটনে ক্লিক করুন ঠিক এই রকম:



এখন নিচের চিত্রে দেখুন আপনার দেওয়া নামে ডাটাবেজ তৈরী হয়ে গেছে:



এখন আপনার ব্রাউজারের এড্রেস বারে লিখুন localhost/itbatayan  (itbatayan এর স্থানে আপনার ডাটাবেজ এর যে নাম দিয়েছেন সেটি দিবেন) তাহলে দেখবেন ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন শুরু হবে এবং প্রথমে ভাষা সিলেক্ট করতে বলবে ঠিক এই রকম:



ভাষা সিলেক্ট করে Continue বাটনে ক্লিক করলে এই রকম একটা ইন্টারফেস দেখতে পাবেন:



উপরের চিত্রের মত Let's go! বাটনে ক্লিক করলে যে পেজ টি আসবে  সেখানে নিচের মত পূরণ করুন:

Database Name : আপনার ডাটাবেজ এর নাম

Usernane: root

Password: ফাকা রাখবেন।

Database Host: localhost

Table Prefix : wp_



পূরণ করার পর Submit বাটনে ক্লিক করলে Rub the install লেখা আসবে সেকানে ক্লিক করুন ঠিক এই রকম:



এবার যে পেজ আসবে সেখানে আপনার কিছু ইনফরমেশন চাইবে সেগুলো নিচের চিত্রের মত পুরণ করে install Wordpress বাটনে ক্লিক করুন:



install Wordpress এ ক্লিক করার পর ইন্সটলেশন সাকসেক মেসেজ আসবে ঠিক এই রকম:



সেখানে ইউজারনেম ও পাসওয়ার্ড (যেটা একটু আগে ওয়ার্ডপ্রেস ইন্সটলেশনে আমরা দিয়েছি) দিয়ে Log In বাটনে ক্লিক করুন ঠিক এই রকম:



Log In বাটনে ক্লিক করলে সরাসরি  আপনাকে আপনার ইন্সটলকৃত ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড এ নিয়ে যাবে ঠিক এই রকম:



এবং হোমপেজ এ যেতে চাইলে আপনার ব্রাউজারের এড্রেসবারে লিখুন localhost/wordpress এবং এন্টার চাপুন তাহলে হোমপেজ দেখতে পাবেন ঠিক এই রকম:



 

এই পোষ্ট সম্পর্কে কোন মন্তব্য থাকলে কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন।

সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের পোষ্ট এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

Comments

Popular posts from this blog

এইচটিএমএল এর সকল ট্যাগ এর তালিকা। সংগ্রহে রাখুন অবশ্যই কাজে লাগবে।

অবসর সময় মজা করে কাটাতে আপনাদের জন্য নিয়ে আসলাম মজার কিছু ওয়েবসাইট।

ওয়েবসাইট তৈরীরর আগে যে বিষয়গুলো আপনার জানা দরকার।