Wednesday, September 20, 2017

কম্পিউটারের র‌্যামকে সুস্থ সবল রাখতে যা করতে পারেন।



আমরা অবিরাম কম্পিউটার ব্যবহার করতে করতে আমাদের কম্পিউটারের র‌্যাম কিছুটা জ্যাম হয়ে যায়, এবং তখন দরকার হয় একে ইজি করার, আর তখন ‘র‌্যামরাস’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে র‌্যামের গতি কিছুটা বাড়িয়ে নেওয়া যায়।

মাত্র ৫৩৪ কিলোবাইটের এই সফটওয়্যারটি এই ঠিকানা থেকে নামিয়ে নিন। সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করলে নিচে ডানে টাস্কবারে একটি আইকন আসবে। ওই আইকনে ক্লিক করে start optimize অপশনে ক্লিক করলে র‌্যামের গতি আগের চেয়ে কিছুটা বাড়বে। এ ছাড়া র‌্যামের জায়গা কখনো ৮ শতাংশের কম ফ্রি হলে সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে অপটিমাইজের মাধ্যমে র‌্যামের জায়গা বৃদ্ধি করবে।সবাই ভালো থাকবেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: