উইন্ডোজ ১০ আপডেট করার পর windows.old ফোল্ডারটি যে ভাবে ডিলেট করবেন। তাও আবার কোন প্রকার সফটওয়ার ছাড়া।

উইন্ডোজ ১০-এ আপডেট করেছেন। এতে করে অনেকের মতো আপনাকেও কি একটি মধুর সমস্যায় পড়তে হয়েছে। সি ড্রাইভে দেখা দিয়েছে স্টোরেজ স্বল্পতা। এর কারণে আপডেটের ফলে উইন্ডোজ ১০ এর পাশাপাশি আগের অপারেটিং সিস্টেমের ফাইলটিও রয়ে যায় ‘উইন্ডোজ ওল্ড’ নামে।

ফোল্ডারটি ১৬ গিগাবাইটের মত জায়গা দখল করে নেয়। ফলে সি ড্রাইভে মেমোরি কমে যায়। অনেক ব্যবহারকারীরা জানেন না ফাইলটি কিভাবে ডিলিট করতে হবে। সরাসরি ডিলিট বাটন ব্যবহার করে করা হবে কি না?
টিউনারপেজের নতুন টিউন আপনাকে ইমেইল করব?

তবে সহজে ও সবচেয়ে নিরাপদ উপায় যেভাবে ফোল্ডারটি ডিলিট করতে হবে তা তুলে ধরা হলো এ টিউটোরিয়ালে।

প্রথমে ‘Disk Cleanup’ টুলটি চালু করতে হবে। এ টুল চালু করতে স্টার্ট মেন্যুতে গিয়ে সার্চ বাটনে ক্লিক করে Disk Cleanup লিখলেই হবে



তারপর ড্রাইভ নির্ধারণ করে দিতে হবে। তখন একটি নোটিফিকেশন আসবে। সেখান থেকে সি ড্রাইভ নির্ধারণ করতে হবে।



এরপর Disk Cleanup চালু হলে  Cleanup System File বাটনটি প্রেস করুন।



সেখানে থেকে নিচের দিকে ‘ Previous Windows Installation’ নামের অপশনটির চেক্সবক্সটি মার্ক করে ওকে প্রেস করতে হবে।

তাহলে কিছু সময় পর windows.old নামে ফোল্ডারটি রিমুভ হয়ে যাবে।

Comments

Popular posts from this blog

এইচটিএমএল এর সকল ট্যাগ এর তালিকা। সংগ্রহে রাখুন অবশ্যই কাজে লাগবে।

অবসর সময় মজা করে কাটাতে আপনাদের জন্য নিয়ে আসলাম মজার কিছু ওয়েবসাইট।

ওয়েবসাইট তৈরীরর আগে যে বিষয়গুলো আপনার জানা দরকার।