ফোল্ডারটি ১৬ গিগাবাইটের মত জায়গা দখল করে নেয়। ফলে সি ড্রাইভে মেমোরি কমে যায়। অনেক ব্যবহারকারীরা জানেন না ফাইলটি কিভাবে ডিলিট করতে হবে। সরাসরি ডিলিট বাটন ব্যবহার করে করা হবে কি না?
তবে সহজে ও সবচেয়ে নিরাপদ উপায় যেভাবে ফোল্ডারটি ডিলিট করতে হবে তা তুলে ধরা হলো এ টিউটোরিয়ালে।
প্রথমে ‘Disk Cleanup’ টুলটি চালু করতে হবে। এ টুল চালু করতে স্টার্ট মেন্যুতে গিয়ে সার্চ বাটনে ক্লিক করে Disk Cleanup লিখলেই হবে
তারপর ড্রাইভ নির্ধারণ করে দিতে হবে। তখন একটি নোটিফিকেশন আসবে। সেখান থেকে সি ড্রাইভ নির্ধারণ করতে হবে।
এরপর Disk Cleanup চালু হলে Cleanup System File বাটনটি প্রেস করুন।
সেখানে থেকে নিচের দিকে ‘ Previous Windows Installation’ নামের অপশনটির চেক্সবক্সটি মার্ক করে ওকে প্রেস করতে হবে।
তাহলে কিছু সময় পর windows.old নামে ফোল্ডারটি রিমুভ হয়ে যাবে।
0 coment rios: