যে ভাবে আপনার IDM এর অসম্পূর্ণ ডাউনলোড ফাইলগুলো দেখবেন।

আজ আমি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে কিভাবে অসম্পূর্ণ ফাইল দেখতে হয় তা বলছি । প্রথমে স্টার্ট মেনু থেকে রান এ যান । তারপর সেখানে লিখুন %appdata% । এটি লেখার পর, যে নতুন উইন্ডো আসবে সেখানে IDM নামের একটি ফোল্ডার দেখতে পাবেন । এইবার সেটাতে ক্লিক করুন । তারপর DwnlData তে ক্লিক করুন । এইবার user এর নাম দেয়া একটি ফোল্ডার পাবেন । সেখানে ক্লিক করলেই আপনার সকল অসম্পূর্ণ ডাউনলোড ফাইল দেখা যাবে । দেখতে হিজিবিজি লাগলেও এগুলোই আপনার অসম্পূর্ণ ফাইল ।

Comments

Popular posts from this blog

এইচটিএমএল এর সকল ট্যাগ এর তালিকা। সংগ্রহে রাখুন অবশ্যই কাজে লাগবে।

অবসর সময় মজা করে কাটাতে আপনাদের জন্য নিয়ে আসলাম মজার কিছু ওয়েবসাইট।

ওয়েবসাইট তৈরীরর আগে যে বিষয়গুলো আপনার জানা দরকার।