Tuesday, February 27, 2018

জেনে নিন ল্যাপটপ ব্যবহারের কিছু সঠিক নিয়ম। আর হয়ে যান একজন সুপার ইউজার!

বর্তমানে প্রায় সব স্থানে ল্যাপটপের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সুবিধার কারনে অনেকেই এখন ডেস্কটপ এর পরিবর্তে ল্যাপটপ ব্যাবহার করছে। ল্যাপটপ সাধারনত দুই ধরনের হয়ে থাকে- নেটবুক, নোটবুক। যারা হাল্কা কাজ বা অনলাইনে কাজ করে থাকেন তারা সাধারনত নেটবুক ব্যাবহার করে থাকেন। আর অপেক্ষাকৃত ভারী কাজ ও হাই গ্রাফিক্স এর গেমিং এর জন্য অনেকে নোটবুক কিনে থাকেন। শুধু ল্যাপটপ কিনে ব্যাবহার করলেই চলবে না। ব্যাবহার এর সাথে সাথে নিয়মিতভাবে এর যত্নও নিতে হবে। আপনার ল্যাপটপটি যাতে দীর্ঘদিন ঠিকভাবে সার্ভিস দিতে পারে সে জন্য কিছু টিপস মেনে চলা উচিত। এতে করে ল্যাপটপের পারফরমেন্স ভাল থাকবে।

ল্যাপটপ ব্যবহারের টিপসঃ

• ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানো না লাগলেও ২/৩ সপ্তাহে মাঝে মাঝে ব্যাটারি থেকে চালাতে হবে, নতুবা ব্যাটারি আয়ু কমে যাবে।

• ব্যাটারিতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে দিন।

• মাঝে মাঝে ব্যাটারির কানেক্টর লাইন পরিষ্কার করুন।

• ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করুন।

• দরকারি ছাড়া অন্য উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন।

• হার্ডডিস্ক থেকে মুভি-গান প্লে করুন, কারণ সিডি/ডিভিডি র‌্যাম অনেক বেশি পাওয়ার নেয়।

• এয়ার ভেন্টের পথ খোলা রাখুন, সহজে বাতাস চলাচল করে এমনভাবে ল্যাপটপ পজিশনিং করুন, সরাসরি সূর্যের আলোতে রাখবেন না।

• শাট ডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ইউজ করুন।

• ব্লু-টুথ ও ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখুন।

• অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করুন।

• মাঝে মাঝে মেমোরি ক্লিনের জন্য Ram Cleaner, Ram Optimier, Mem Monster, Free Up Ram, Super Ram নিয়মমাফিক ডিফ্রাগমেন্ট করুন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: