ইংরেজি ভাষা ভীতি দূর করার পদ্ধতি । তাই এখানে সঙ্গতকারনেই ইংরেজি ভাষা আমাদের দ্বিতীয় পছন্দ । এবং সাধারণত আমরা দৈনন্দিন রুটিন কাজ করার জন্য আমাদের স্থানীয় ভাষা ব্যবহার করে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি ।
তাছাড়া স্কুলে এবং বাড়িতে আমরা সবসময় ইংরেজি ভাষা এড়ানোর চেষ্টা করি। এটাও সত্য যে, আমরা খোলা পরিবেশে ইংরেজি বলতে লজ্জা বোধ করি। এখানে যারা এ লেভেল, ও লেভেল থেকে এসেছেন তাদের কথা আলাদা । আমি তাদের সঙ্গে শেয়ার করছি যারা আমার মতো চেষ্টা করে ইংরেজি শিখতে চান।
অ-ইংরেজি পরিবেশে বাস কারার দরুন; ইংরেজিতে আমাদের কমান্ড নাই। কিন্তু নিজের ইংরেজির মান উন্নত করতে মনের মধ্যে একটি ইচ্ছা আছে। আছে না?
ইংরেজির মান উন্নত করা দরকার কেন?
– চাকুরীর ইন্তারভিউতে নিজেকে প্রমান করতে।
– অদেস্কে তাৎখনিক কভার লেটার লেখার যোগ্যতা লাভ করতে।
– প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল লাভ করতে।
– আরও অন্যান্য ।
যদিও আমাদের ইচ্ছা আছে। কিন্তু আমরা আস্থার অভাব বোধ করি ।
এখানে আমি ইংরেজি শিখতে নিজে যে সব করি; আপনাদের তা থেকে কিছু টিপস জানাতে চাই; আপনারা ইচ্ছা করলে শেয়ার করতে পারেন।
ইংরেজি শেখার বই কিনুন! মাফ করবেন, পণ্য কিনুন লিখতে লিখতে আমার ‘কিনুন’ টা একটু বেশি আসে।
– নিকটস্থ বুক স্টল-এ ইংরেজি বই দেখুন ।
– দারকারি বইটি কিনুন!
– বাড়িতে ইংরেজি ব্যাকরণ অনুশীলন করুন।
– ইংরেজি সংবাদপত্র পাঠ করুন ।
– শব্দভান্ডার এবং বানানের জন্য ভোকাবুলারি বই কিনুন!
– অনুশীলন করুন।
– দরকারী অভিধান, সিডি / ভিসিডি সংগ্রহ করুন।
এছাড়া বই-এর জ্ঞান ছাড়াও আমি বিশেষভাবে বলবো ঃ
– ইংরেজি সংবাদ চ্যানেল দেখুন।
– পড়ুন ইংরেজি নিবন্ধ (বেশি হয়ে গেল কি?) ।
– অবশ্যই ইংরেজি সিনেমা দেখতে পারেন ।
– আরো বেশি জানতে, যারা জানে তাঁদের থেকে সাহায্য এবং টিপস নিন ।
– অবশ্যই অবশ্যই দ্বিধা পরিত্যাগ করুন ।
যে শব্দ বা বাক্য আপনি বুঝতে না পারেন তা নোট করুন । তারপর অভিধান থেকে শব্দ, গ্রামার থেকে বাক্য খুঁজে নিন। কোচিং এর ধারেকাছে জাবেন না । হেল্প ইউরসেলফ ।
এছাড়াও আপনি ইন্টারনেট এর সাহায্যতো নিতেই পারেন।
আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন শব্দগুলো মুখস্থ করার চেষ্টা করুন । প্রতিদিন দশ থেকে পনের টি নতুন শব্দ শিখুন।
বন্ধু বা বান্ধবিকে কল করুন এবং তাদের সাঙ্গে ‘দরকারি কথাগুলো’ (!) ইংরেজিতে বলুন । নিজেদের মধ্যে ইংরেজিতে দৈনিক কথোপকথন শুরু করুন।
বিষয়টি সিরিয়াসলি নিন । চ্যালেঞ্জ হিসেবে নিন । আপনি সফল হবেন।আর একটি কথা আমার অভিজ্ঞতা থেকে বলছি কখন হার মানবেন না তা সে যেই বিপদ আসুখ না কেন।
এই হলো আপনার ইংরেজি ভাষাতে দক্ষতা অর্জনের কয়েকটি সাধারণ টিপস ।
কে বলতে পারে, আপনার নেক্সট জবটি হতে পারে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর!
ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
Sunday, February 11, 2018
Author: itbatayan
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
এ সম্পর্কিত আরও খবর
এক নজরে দেখে নিন বাংলাদেশের সকল সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ঠিকানা।আমাদের নিজেদের বিভিন্ন প্রয়োজনে মাঝে মাঝে বাংলাদেশের কোন না কোন বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট দরকার হয়।
প্রয়োজনীয় বাংলা বই ডাউনলোড করা যায় এমন কিছু সাইট!!আশাকরি সকলে ভালো আছেন। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রকার বই এর দরকার হয় এবং সেই বই গুলো যদি বাংলায়
এবার এক ক্লিকেই যত খুশি তত ফোল্ডার তৈরী করুন খুব সহজেই।আজ আমি আপনাদের একটি মজার জিনিস দেখাবো।এক ক্লিকেই কিভাবে অনেক ফোল্ডার বানাবেন? বিশ্বাস হচ্ছেনা? পারব
উইন্ডোজ সেভেন কে যে ভাবে সম্পূর্ণ বাংলায় পরিণত করবেন।উইন্ডোজ আবিষ্কারের পর থেকে আমাদের সব বাঙ্গালীর একটি আশা যেন তারা তাদের প্রিয় উইন্ডোজ ভার্সনকে বাংল
দেখে নিন রসায়নের মজার কিছু কারবার!! আশাকরি সবাই অনেক মজা পাবেন।রসায়ন অনেকের কাছে সহজবোধ্য না হলেও এটি কিন্তু যথেস্ট মজার একটি বিষয়। রসায়ন মানেই অনেক মজা। এর আগে র
খুব সহজেই প্রয়োজনীয় যে কোন সফটওয়ারের সিরিয়াল key বের নিন।বন্ধুরা আজ থেকে কোন সফটওয়ারের সিরিয়াল key এর টেনশনের দিন শেষ। এখন আপনি একটি ওয়েব সাইটের মাধদমে খুব
0 coment rios: