এখন আপনি আপনার কম্পিউটারের/ল্যাপটপের ইউএসবি লক করে রাখতে পারবেন। তাও আবার কোন ধরনের সফটওয়্যার ছাড়াই। নিজস্ব কম্পিউটারের প্রাইভেসির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কারণ আপনার কম্পিউটারের পার্সোনাল ফাইল আপনার অনুমতি ব্যতীত অন্য কেউ কপি করে নিয়ে গেলে কি ধরনের ক্ষতি হতে পারে তা একমাত্র আপনি-ই উপলব্ধি করতে পারবেন।
এই ট্রিক্সটির মাধ্যমে আপনি আপনি আপনার কম্পিউটারের ইউএসপি পোর্ট লক করে রাখতে পারবেন। যার ফলে আপনার কম্পিউটারে কোন ইউএসবি ড্রাইভ লাগালে এটি শুধুমাত্র রিড অনলি মোডে চালু হবে। অর্থ্যাৎ উক্ত পেনড্রাইভ/মেমেরি কার্ডে শুধুমাত্র ফাইলগুলো দেখা যাবে কিন্তু কোন কিছু কপি করা যাবে না। অর্থ্যাৎ কেউ আপনার অনুপস্থিতে আপনার ব্যক্তিগত ফাইল কপি করতে পারবে না।
কিভাবে এটি কাজ করে?
এটি মাইক্রোসফট এর রেজিষ্ট্রি এডিট করার মাধ্যমে করা হয়। কিন্তু আপনাকে কোন কোড ব্যবহার করে রেজিষ্ট্রি এডিট করা লাগবে না। আমি আপনাদের সুবিধার জন্য ইতোমধ্যে দুইটি ফাইল তৈরি করে রেখেছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে কাজ করবে।
প্রথমে আমার দেওয়া ফাইল দুটি ডাউনলোড করুন।
ফোল্ডারটি অপেন করার জন্য আপনি দুইটি ফাইল দেখতে পারবেন। একটি নাম Disable USB Write এবং অপরটির নাম Enable USB Write। নিচের চিত্র লক্ষ্য করুন:
এখন Disable USB Write এ ক্লিক করে মার্জ করে দিন। এখন আপনার কম্পিউটারের কোন পেনড্রাইভ/মেমোরি লাগালে তা শুধুমাত্র দেখা যাবে। কিন্তু তার মধ্যে কোন ফাইল কপি করা যাবে না। এতে আপনার প্রাইভেসি রক্ষা হবে।
আবার যখন আপনার ইউএসবি তে কপি করার প্রয়োজন হবে তখন Enable USB Write এ ক্লিক করুন। দেখবেন এখন আপনার কমিপউটারে কোন পেনড্রাইভ/মেমোরি কার্ড লাগালে তার মধ্যে ডেটা কপি করতে পারবেন।
আপনি যখন আপনার কম্পিউটার রেখে কোথায় যাবেন, জাষ্ট Disable USB Write ফাইলটি ক্লিক করে মার্জ করে দিন। আর অবশ্যই ফাইল দুটোকে কোন নিরাপদ ড্রাইভে রেখে দিবেন।
Saturday, January 27, 2018
Author: itbatayan
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
এ সম্পর্কিত আরও খবর
আপনার কম্পিউটারকে গতিশীল করার জন্য দেখে নিন চরম কিছু টিপস।১। GO “ RUN “ – tree লিখে এন্টার করুন।২। GO “ RUN “ – prefetch লিখে এন্টার করুন।( একটা নতুন উইন্ডো
মাত্র ২৬ কিলোবাইট এর সফটওয়্যার দিয়ে, কম্পিউটার ক্লিন করুন সহজেই!আসসালামুআলাইকুম। আশা করছি, সবাই আল্লাহ এর রহমতে অনেক ভাল আছেন। আমিও বেশ ভালো আছি ! অনেক দিন পর বৃষ্
জেনে নিন কম্পিউটারের কিছু বেসিক টিপস এবং ট্রিক্স।পেনড্রাইভ/মেমোরী কার্ডে লুকানো থাকা ফাইল উদ্ধার করার জন্য search option গিয়ে “.” শুধু ডট লিখে sear
কম্পিউটারের ইউএসবি পোর্ট বন্ধ করুন কোন প্রকার সফটওয়ার ছাড়াই !!পিসির ইউএসবি হল এমন একটি ইনপুট মিডিয়া যার মাধ্যমে আমারা পিসিতে অনেক প্রয়োজনেই ডিভাইস ব্যবহার করে
যদি আপনার কম্পিউটার বন্ধ হতে বেশি সময় লাগে তাহলে এই পোষ্টটি দেখুন। সমাধান পাবেন।বন্ধুরা কেমন আছেন? আশা করি ভাল আছেন। ভাবছেন ইদানীং খুব বেশি দেখা যাচ্ছে আমাকে তাই না! আসলে আমি এই ক
প্রসেসর কেনার আগে যে বিষয় গুলো অবশ্যই খেয়াল করা দরকার।প্রসেসর কম্পিউটারের অন্যতম প্রধান হার্ডওয়্যার। প্রসেসর কম্পিউটারের সকল কাজ করে থাকে। মূলত একেই CPU
0 coment rios: