Friday, November 3, 2017

আসুন ওয়ার্ডপ্রেস এর কিছু কীবোর্ড শর্টকাট এর সাথে পরিচিত হওয়া যাক।

ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) ব্লগিং সফটওয়্যার । এটি একটি ওপেন সোর্স (ফ্রি) ব্লগিং সফটওয়্যার । কোন রকম কোডিং জ্ঞান ছাড়াই ওয়ার্ডপ্রেস এ ব্লগ তৈরি করা যায় । বেশীরভাগ ওয়েব ডেভেলপারগন ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন । কারণ, একটি ডাইনামিক সাইট কিংবা ব্লগ তৈরি করতে ওয়ার্ডপ্রেস-ই সর্বোৎকৃষ্ট । আমরা কোন কাজ দ্রুত সম্পূর্ণ করতে শর্টকাট ব্যবহার করি । আমার আজকের এই পোস্ট ওয়ার্ডপ্রেস এর কীবোর্ড শর্টকাট নিয়ে ।

ওয়ার্ডপ্রেস এর কিবোর্ড শর্টকাটসমুহ;



  • Link: Alt + Shift + A

  • Bold: Ctrl + B

  • Align Center: Alt + Shift + C

  • Strikethrough: Alt + Shift + D

  • Edit HTML: Alt + Shift + E

  • Align Left: Alt + Shift + F

  • Full Screen editing: Alt + Shift + G

  • Help: Alt + Shift + H

  • Italics: Ctrl + I

  • Align Full: Alt + Shift + J

  • List Item (li): Alt + Shift + L

  • Insert image: Alt + Shift + M

  • Check Spelling: Alt + Shift + N

  • Ordered List (ol): Alt + Shift + O

  • Publish the Post: Alt + Shift + P

  • Blockquote: Alt + Shift + Q

  • Align Right: Alt + Shift + R

  • Unlink: Alt + Shift + S

  • Read More: Alt + Shift + T

  • Unordered List: Alt + Shift + U

  • Advanced Editor: Alt + Shift + V

  • Unquote: Alt + Shift + W

  • Redo: Ctrl + Y

  • Undo: Ctrl + Z

  • Advanced Editor: Alt + Shift +Z

  • Various header sizes: Ctrl +Number (eg: Ctrl+1,2,3,4,5,6)


এই রকম আরো অনেক অনেক টিপস পেতে ‘আইটি বাতায়ন‘ এর সাথেই থাকুন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: