সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগ এর ড্যাসবোর্ড এ ঢুকলে ওয়ার্ডপ্রেস এর লোগো, লিংক, ইত্যাদি বিভিন্ন রকম চোখে পড়ে। আবার যখন কোন ইউজার লগিন করতে যায় তখন সেখানেও বড় মাপের একখানা ওয়ার্ডপ্রেস এর লোগো সীল-গালা করা থাকে। যা দেখে সহজেই বোঝা যায় যে, এটা ওয়ার্ডপ্রেস দিয়েই করা। যদিও বোঝার আরও অনেক উপায় আছে, তারপরও আসুন একবার মজা করার জন্য হলেও আমরা আমাদের প্রিয় ব্লগ হতে ওয়ার্ডপ্রেস এর নাম গন্ধ একেবারে দূর করে ফেলার চেষ্টা করি। ভাবছেন এত বড় কাজ করার জন্য না জানি কত কষ্ট করতে হবে, তাই না? না মোটেই না এর জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। শুধুমাত্র এই লিংক থেকে এই প্লাগিন টা ডাউনলোড করে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে আপলোড করে এক্টিভ করুন। এখন সেটিংস মেনুতে দেখবেন যে white label CMS নামে একটা সাব মেনু তৈরী হয়েছে এখন এটাতে ক্লিক করুন। ব্যস এখানথেকে আপনার ইচ্ছা মত লোগো, ঠিকানা এবং অন্যান্য সেটিং চেঞ্জ করে সেভ করুন।
সবাইকে অনেক ধন্যবাদ।
Monday, October 23, 2017
Author: itbatayan
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
এ সম্পর্কিত আরও খবর
ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৩০, রিমুভ করে নিন ওয়ার্ডপ্রেস ভার্সন, যে কোন পেজ ও ফীড থেকে।সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে খুব ভালো আছেন ।
ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১৭, দেখে নিন কি ভাবে ওয়ার্ডপ্রেস ইউজার প্রোফাইলে এক্সট্রা ইনফর্মেশন ফিল্ড যুক্ত করবেন।আমরা যখন কোন ওয়ার্ডপ্রেস সাইটে নিবন্ধন করি তখন আমাদের ইউজার প্রোফাইল এ গেলে দেখতে পাই সেখানে ডিফল্ট
লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইন্সটল (মেগা পোষ্ট)কেমন আছেন সবাই? আশাকরি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের জন্য একটা পুরাতন বাট গুরুত্বপূর্ণ পোষ্ট নিয়ে
ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৩৫, ওয়ার্ডপ্রেস ব্লগ এর অটোমেটিক আপডেট বন্ধ করুন কোন প্রকার প্লাগিন ছাড়া।ওয়ার্ডপ্রেস সব সময় আপডেট রাখা আমাদের জন্য ভালো কারণ, নতুন নতুন আপডেট এর সাথে সিকিউরিটি যেমন শক্ত হয়
ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৩৬, ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড হতে 'থিম এডিটর' হাইড করবেন যে ভাবে।Editor' এই লোকেশনে যেয়ে থিমে কাস্টমাইজেশনের কাজ করি। আবার কেউ কেউ সিপ্যানেল থেকে সরাসরি থিমে কাজ কর
ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২৫, নতুন একটি 'Add Media' বাটন যুক্ত করে নিন আপনার ওয়ার্ডপ্রেসে।আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশাকরি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভালো
0 coment rios: