Wednesday, October 11, 2017

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৪, ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড হতে ডিফল্ট ফুটার টেক্সট পরিবর্তন করবেন যে ভাবে।

আশাকরি সকলে খুব ভালো আছেন। আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডের একেবারে নিচে ডিফল্ট একটা টেক্সট থাকে এই রকম-

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই ডিফল্ট টেক্সট পরিবর্তন করে নিজের ইচ্ছা মত টেক্সট যোগ করবেন।
এর জন্য প্রথমে আপনি নিচের কোড টুকু কপি করুন-
function remove_footer_admin () {
echo 'Thank You For Visiting This Site.';
}
add_filter('admin_footer_text', 'remove_footer_admin');

এখন আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডে ঢুকে Appearance থেকে Editor এ যান। সেখান থেকে থিমের ফাংশন ফাইলের মধ্যে সকল কোডের শেষে ?> এর আগে পেষ্ট করুন। এখন আপনার ড্যাশবোর্ডের নিচে দেখুন এই লেখাটি দেখাচ্ছে- Thank You For Visiting This Site. আপনি চাইলে Thank You For Visiting This Site. লেখাটি পরিবর্তন করতে পারবেন।
ধন্যবাদ।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: