Posts

Showing posts from October, 2018

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৩৮, আপনার ব্লগ থেকে পোষ্ট চুরি বন্ধ করুন মাত্র একটা কোডের মাধ্যমে।

কেমন আছেন সবাই? আশাকরি সবাই মহান আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আপনারা সবাই ভালো ভাবে পোষ্ট চুরির বিষয় টা জানেন এবং এর দ্বারা সৃষ্ট বিপত্তির কথাও জানেন। আপনি অনেক কষ্ট করে একটা ভালো মানের পোষ্ট লিখলেন এবং দেখা গেল কিছুদিন পর আপনারই ঐ পোষ্ট অন্য লোক তার নিজের নামে চালাচ্ছে। তখন কি যে খারাপ লাগে তা বলে বোঝানো যাবে না। যদিও চুরি ঠেকানোর সিস্টেম আছে চুরি করারও তত সিস্টেম আছে তার পরও একটু চেষ্টা করতে বাধা কি। তাই আমি আজ আপনাদের সাথে একটা কোড শেয়ার করব যে কোডটা আপনার সাইটের থিমের header.php ফাইলে এর আগে বসিয়ে সেভ করুন: [php] [/php] এখন থেকে আপনার সাইটে কেউ চাইলে কোন টেক্সট মাউস দিয়ে সিলেক্ট করতে পারবে কিন্তু মাউসের রাইট বাটন কাজ করবে না তাই কপিও করতে পারবে না। ধন্যবাদ। ওয়ার্ডপ্রেস কোডিং সিরিজ এর সকল পোষ্ট এখানে।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৩৭, ওয়ার্ডপ্রেস সাইটে Admin Only কন্টেন্ট যোগ করুন প্লাগিন ছাড়া।

আমরা যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করি তারা ভালো ভাবেই জানি যে, ওয়ার্ডপ্রেস সাইটে বা ওয়ার্ডপ্রেস ব্লগে কিছু কিছু সময় এমন কিছু কন্টেন্ট যোগ করার প্রয়োজন পড়ে যেগুলো শুধুমাত্র এডমিন দেখতে পাবে। নিন্তু সাধারণ ইউজার রা দেখতে পাবে না যেমন: ভিজিটর কাউন্টার। যদিও ভিজিটর কাউন্টার সাধারণ ইউজার রা দেখলে সমস্যা নাই তার পরও যে সকল সাইট নতুন সেখানে ভিজিটর কম থাকে আর এই কম ভিজিটরের কাউন্ট অন্য ইউজার রা দেখলে একটা নেগেটিভ ইফেক্ট আসতে পারে তাই প্রাথমিক ভাবে এটাকে সাধারণ ইউজার থেকে হাইহ করে রাখাই ভালো আর এই জন্য আমি আজ একটা কোড শেয়ার করব যেটা দিয়ে আপনি ভিজিটর কাউন্টার সহ অন্য যে কোন কন্টেন্ট এডমিন ছাড়া অন্য সকল সাধারণ ইউজার থেকে আড়াল করে রাখতে পারবেন। এখন চলুন দেখি কি ভাবে করবেন: প্রথমে এখান থেকে কোড টা কপি করে নিয়ে আপনি যেখানে পার্সোনাল কন্টেন্ট যোগ করবেন সেখানে বসিয়ে সেভ করুন। [php] /* আপনার পার্সোনাল কন্টেন্ট এখানে বসিয়ে দিন।*/ [/php] উপরের কোড এ যেখানে লেখা আছে 'আপনার পার্সোনাল কন্টেন্ট এখানে বসিয়ে দিন।' সেখানে আপনার পার্সোনাল কন্টেন্ট বসিয়ে সেভ করুন। ওয়ার্ডপ্রেস কোডিং সিরিজ এর সকল পোষ্ট এখানে।

ওয়ার্ডপ্রেস কাস্টম থিম তৈরী: পর্ব-৫, তৈরীকৃত ফাইল-ফোল্ডার কে থিমে রুপান্তর ও ইন্সটল।

Image
গত পর্বে আরার আমাদের তৈরীকৃত ফাইলে কোড যোগ করে ছিলাম। আজ আমরা ঐ ফাইল-ফোল্ডার কে থিমে রুপান্তর করে ওয়ার্ডপ্রেস সাইটে ইন্সটল করব। আপনি যদি আমাদের পূর্বের ৪টি পোষ্টে দেখে থাকেন তাহলে এখান থেকে আমাদের সাথে যোগ দিন আর যদি আগের ৪টি পোষ্ট না দেখে থাকেন তাহলে এই পোষ্ট এর শেষে সিরিজ পোষ্ট এর লিংক দেওয়া আছে সেখান থেকে দেখে নিন। এখন আসুন আমরা আমাদের ৫ম পোষ্ট এ চলে যাই যেখানে আজ আমরা ফাইল ফোল্ডার থেকে থিম তৈরী করে ইন্সটল করব। এর জন্য আমাদের একটা ছোট সফটওয়ার লাগবে যার নাম ‘উইনরার‘ যেটা এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন। এবার যেখানে ফাইল গুলো সহ ফোল্ডর টি আছে সেখানে যান এবং ফোল্ডার টির উপরে মাউসের কার্সর রেখে রাইট বাটন ক্রিক করে Add to archive... এ ক্লিক করুন তাহলে একটা উইন্ডো আসবে সেখান থেকে নিচের চিত্রের মত Zip রেডিও বাটন সিলেক্ট করে ওকে করুন ঠিক এই রকম: [caption id="attachment_2034" align="aligncenter" width="514"] itbatayan.com[/caption] তাহলে দেখবেন যেখানে আপনার ফোল্ডারটি রাখা আছে সেখানে custom theme নামে একটা জীপ ফাইল তৈরী হবে। এটাই হল আমাদের তৈরীকৃত থিম। এখন