Tuesday, October 31, 2017

বাংলাদেশের সকল সিমের কাস্টমার কেয়ারের ফোন নম্বর।

বাংলাদেশের সকল সিমের কাস্টমার কেয়ারের ফোন নম্বর।

মোবাইল ব্যবহার করে না এমন লোক মনে হয় এই পৃথিবীতে কমই আছে। আবার এক এক জন মোবাইল ব্যবহার কারীর কাছে খুজলে কমপক্ষে ৫ টা কোম্পানীর সীম পাওয়া যাবে। যা হোক এটা বলা আমার উদ্দেশ্য না আামার উদ্দেশ্য হল  যে যতটি এবং যে কোম্পানীর সীম ব্যবহার করি না কেন কাস্টমার কেয়ারের প্রয়োজন হতেই পারে তাই সকল মোবাইল ব্যবহার কারীকে তার ব্যবহৃত সীমের কাস্টমার কেয়ারের নাম্বার মনে রাখাটা জরুরী। কিন্তু সব সময় মনে রাখা সম্ভব হয় না। এই জন্যই আমি আজ সকল মোবাইল কোম্পানীর কাস্টমার কেয়ারের নাম্বার আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি কাজে লাগবে।

১. গ্রামীণফোন: 121

২. বাংলালিংক: 111 অথবা 01911304121

৩. রবি : 123

৪. এয়ারটেল: 786

৫. টেলিটক: 0155157750

৬. citycell: 01199121121

সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।

Sunday, October 29, 2017

এই নিন Windows এর সবগুলো Run কমান্ড এর লিষ্ট।

এই নিন Windows এর সবগুলো Run কমান্ড এর লিষ্ট।

উইন্ডোজ এর রান কমান্ড কি এবং এটা দিয়ে কি করে সে সম্পর্কে বলার দরকার আছে বলে আমার মনে হয় না। তাই সরাসরি উইন্ডোজ এর সবগুলো রান কমান্ড এক সাথে লিষ্ট আকারে পোষ্ট করলাম। আশাকরি আপনাদের সবার কাজে লাগবে।

A:
Accessibility Controls – access.cpl
Accessibility Wizard – accwiz
Add Hardware Wizard- hdwwiz.cpl
Add/Remove Programs – appwiz.cpl
Administrative Tools – control admintools
Adobe Acrobat (IF IT’S INSTALLED)- acrobat
Adobe Designer(IF IT’S INSTALLED)- acrodist
Adobe Distiller (IF IT’S INSTALLED)- acrodist
Adobe Image Ready (IF IT’S INSTALLED)- imageready
Adobe Photoshop (IF IT’S INSTALLED) – photoshop
Automatic Updates – wuaucpl.cpl
B:
Basic Media Player - mplay32
Bluetooth Transfer Wizard – fsquirt

C:
Calculator – calc
Certificate Manager – certmgr.msc
Character Map - charmap
Check Disk Utility – chkdsk
Clipboard Viewer – clipbrd
Command Prompt – cmd
Command.com - command
Component Services – dcomcnfg
Compare files - comp
Computer Management – compmgmt.msc
Control Panel – control
Create a shared folder wizerd – shrpubw

D:
Date and Time Properties – timedate.cpl
DDE Shares – ddeshare
Device Manager - devmgmt.msc
Direct X Control Panel (IF IT’S INSTALLED)* – directx.cpl
Direct X Troubleshooter – dxdiag
Disk Cleanup Utility – cleanmgr
Disk Defragment – dfrg.msc
Disk Management - diskmgmt.msc
Disk Partition Manager - diskpart
Display Properties – control desktop
Display Properties – desk.cpl
Display Properties (Appearance) – control color
Dr. Watson (system troubleshooting) - drwtsn32
Driver Verifier Utility – verifier

E:
Ethereal(IF IT’S INSTALLED) - ethereal
Event Viewer - eventvwr.msc

F:
Files and Settings Transfer Tool – migwiz
File Signature Verification Tool – sigverif
Findfast - findfast.cpl
Firefox (IF IT’S INSTALLED) - firefox
Folders Properties – control folders
Fonts – control fonts
Fonts Folder - fonts
Free Cell Card Game – freecell

G:
Game Controllers – joy.cpl
Group Policy Editor (XP Prof) – gpedit.msc

H:
Hearts Card Game – mshearts
Help and Support – helpctr
HyperTerminal – hypertrm
Hotline Client - hotlineclient

I:
Iexpress Wizard –- iexpress(it’s a funny tool, see it!)
Indexing Service – ciadv.msc
Internet Connection Wizard – icwconn1
Internet Explorer - iexplore
Internet Properties - inetcpl.cpl
Internet Setup Wizard - inetwiz
IP Configuration (internet connection configuration tool)- ipconfig /all
IP Configuration (DNS Cache Contents will show) – ipconfig /displaydns
IP Configuration (DNS Cache Contents will delete) - ipconfig /flushdns
IP Configuration (Release All Connections) - ipconfig /release
IP Configuration (Renew All Connections) - ipconfig /renew
IP Configuration (Refreshes DHCP & Re-Registers DNS) – ipconfig /registerdns
IP Configuration (Display DHCP Class ID) - ipconfig /showclassid
IP Configuration (Modifies DHCP Class ID)- ipconfig /setclassid

J:
Java Control Panel (IF IT’S INSTALLED) - jpicpl32.cpl
Java Control Panel (IF IT’S INSTALLED) - javaws

K:
Keyboard Properties – control keyboard

L:
Local Security Settings – secpol.msc
Local Users and Groups – lusrmgr.msc
Logs You Out Of Windows – logoff

M:
Malicious Software Removal Tool – mrt
Microsoft Access (IF IT’S INSTALLED) - access.cpl
Microsoft Chat – winchat
Microsoft Excel (IF IT’S INSTALLED) –- excel
Microsoft Diskpart - diskpart
Microsoft Frontpage (IF IT’S INSTALLED) –- frontpg
Microsoft Movie Maker – moviemk
Microsoft management console- mmc
Microsoft Paint – mspaint
Microsoft Powerpoint (IF IT’S INSTALLED)- – powerpnt
Microsoft Word (IF IT’S INSTALLED) –- winword
Microsoft Syncronization Tool - mobsync
Minesweeper Game – winmine
Mouse Properties – control mouse
Mouse Properties – main.cpl
MS-DOS Editor - edit
MS-DOS FTP - ftp

N:
Nero (IF IT’S INSTALLED) - nero
Netmeeting – conf
Network Connections – control netconnections
Network Connections- ncpa.cpl
Network Setup Wizard - netsetup.cpl
Notepad - notepad
Nview Desktop Manager (IF IT’S INSTALLED) –- nvtuicpl.cpl

O:
Object Packager – packager
ODBC Data Source Administrator - odbccp32.cpl
On Screen Keyboard – osk
Opens AC3 Filter (IF IT’S INSTALLED)- ac3filter.cpl
Outlook Express – msimn

P:
Paint – pbrush
Password Properties – password.cpl
Performance Monitor – perfmon.msc
Performance Monitor – perfmon
Phone and Modem Options - telephon.cpl
Phone Dialer - dialer
Pinball Game - pinball
Power Configuration – powercfg.cpl
Printers and Faxes – control printers
Printers Folder – printers
Prefetch folder- prefetch
Private Character Editor - eudcedit

Q:
Quicktime (IF IT’S INSTALLED) –- QuickTime.cpl
Quicktime Player (IF IT’S INSTALLED) –- quicktimeplayer

R:
Real Player (IF IT’S INSTALLED) –- realplay
Recent items- recent
Regional Settings – intl.cpl
Registry Editor – regedit
Registry Editor – regedit32
Remote Access Phonebook – rasphone
Remote Desktop - mstsc
Removable Storage – ntmsmgr.msc
Removable Storage Operator Requests – ntmsoprq.msc
Resultant Set of Policy (XP Proffessional) – rsop.msc

S:
Scanners and Cameras – sticpl.cpl
Scheduled Tasks – control schedtasks
Security Center – wscui.cpl
Services – services.msc
Sharing session - rtcshare
Shared Folders – fsmgmt.msc
Shuts Down Windows - shutdown
Sound recorder - sndrec32
Sounds and Audio - mmsys.cpl
Spider Solitare Card Game – spider
SQL Client Configuration - cliconfg
System Configuration Editor – sysedit
System Configuration Utility - msconfig
System File Checker Utility ( to instant file check) -– sfc /scannow
System File Checker Utility (next checking, when restart])- sfc /scanonce
System File Checker Utility (always check when pc start)- sfc /scanboot
System File Checker Utility (Return to Default Setting) – sfc /revert
System File Checker Utility (Purge File Cache) – sfc /purgecache
System File Checker Utility (Set Cache Size to size x) – sfc /cachesize=x
System Information – msinfo32
System Properties – sysdm.cpl

T:
Task Manager – taskmgr
TCP Tester - tcptest
Telnet Client – telnet
Tree- tree
Tweak UI (IF IT’S INSTALLED) - tweakui

U:
User Account Management – nusrmgr.cpl
Utility Manager – utilman

V:
Volume Serial Number for C: - label
Volume Control - sndvol32

W:
Windows Address Book – wab
Windows Address Book Import Utility – wabmig
Windows Backup Utility (IF IT’S INSTALLED) - ntbackup
Windows Explorer – explorer
Windows Firewall - firewall.cpl
Windows installer details - msiexec
Windows Address Book – wab
Windows Address Book Import Utility – wabmig
Windows Magnifier - magnify
Windows Management Infrastructure - wmimgmt.msc
Windows Media Player – wmplayer
Windows Messenger – msmsgs
Windows Picture Import Wizard (must have camera)- wiaacmgr
Windows System Security Tool – syskey
Windows Update Launches – wupdmgr
Windows Version (to windows version) – winver
Windows XP Tour Wizard – tourstar
Wordpad - write

Z:
Zoom Utility- igfxzoom

সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায়। আল্লাহ হাফেজ।

Saturday, October 28, 2017

মাল্টিমিডিয়া কীবোর্ড ব্যবহার কারীরা একটু এখানে দেখুন।

মাল্টিমিডিয়া কীবোর্ড ব্যবহার কারীরা একটু এখানে দেখুন।

সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে ভালো আছেন। বর্তমানে কম্পিউটারের ব্যবহার এত পরিমাণে বেড়েছে যে সব কাজ এখন কম্পিউটার নির্ভর হয়ে পড়েছে। আর গান বাজনার কথা না হয় নাই বললাম। সিডি/ডিভিডি প্লেয়ার তো এখন বিক্রি হয় বলে মনে হয় না। কারণ তাদের অভাব পূরণ করছে আমাদের প্রিয় কম্পিউটার টি। তাই বর্তমানে আমরা প্রায় সবাই মাল্টিমিডিয়া কি-বোর্ড ব্যবহার করি, যার ফলে আমাদের কি-বোর্ডের সাহায্যে খুব সহজেই মিডিয়াগুলো ফাইল গুলি চালাতে পারি। প্রায় সব মাল্টিমিডিয়া কি-বোর্ডই প্লাগ এন্ড প্লে সাপোর্ট করে বিধায় খুব সহজেই কানেকশন দেওয়া যায়।ছোট্ট একটা সফটওয়ারের  মাধ্যমে আপনি মাল্টিমিডিয়া কি-বোর্ডের কোন বাটনে প্রেস করছেন তা আপনার মনিটরে দেখতে পারবেন। ঠিক এই রকম:



ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন। সবাইকে অনেক ধন্যবাদ।
আপনার ব্লগার ব্লগের হেডার কলাম দুই ভাগে ভাগ করে নিন খুব সহজে!!!

আপনার ব্লগার ব্লগের হেডার কলাম দুই ভাগে ভাগ করে নিন খুব সহজে!!!

আমাদের প্রায় সকলের ই কোন না কোন প্লাটফর্মে ফ্রি হলেও একটি ব্লগ আছে। আর এই ফ্রি এর তালিকায় ব্লগারই প্রথম তাই ব্লগারের ইউজার সংখ্যা বেশি। অধিকাংশ ব্লগার টেমপ্লেটএ দেখা যায় যে, তার হেডার সেকশন এক কলাম বিশিষ্ট, আর এই এক কলাম বিশিষ্ট হেডার কে আপনি যদি দুই কলামে ভাগ করতে চান তা হলে নিচে লক্ষ করুন।

1. ব্লগার ড্যাসবোর্ড এ লগিন করুন –> layout- -> Edit HTML
2. নিচের কোড টা খুজে বের করুন:
/* Header
===================================
*/
#header-wrapper {
width:900px;
margin:0 auto 0px;
height:190px;
} #header-inner {
width:900px;
background-position: center;
margin-$startSide: auto;
margin-$endSide: auto;
}
#header {
margin: 0px;
text-align: left;
color:$pagetitlecolor;
}

3. নিচের কোড দিয়ে উপরের কোড রিপ্লেস করুন:
/* Header
===================================
*/ #header-wrapper {
width:900px;
margin:0 auto 0px;
height:190px;
}
#head-inner {
width:600px;
background-position: left;
margin-left: auto;
margin-right: auto;
float:left;
}
#header {
margin: 0px;
text-align: left;
color:#ffcc66;
}
#r_head{
width:300px;
float:left;
padding-top:10px;
}

4. আবার নিচের কোড খুজুন :
<div id=’header-wrapper’>
<b:section class=’header’ id=’header’ maxwidgets=’1′ showaddelement=’no’>
<b:widget id=’Header1′ locked=’true’ title=’Test Blog (Header)’ type=’Header’/>
</b:section>
</div>

5. নিচের কোড দিয়ে উপরের কোড রিপ্লেস করুন :
<div id=’header-wrapper’>
<div id=’head-inner’>
<b:section class=’header’ id=’header’ maxwidgets=’1′ showaddelement=’no’>
<b:widget id=’Header1′ locked=’true’ title=’Test Blog (Header)’ type=’Header’/>
</b:section>
</div>
<div id=’r_head’>
<b:section class=’header’ id=’header2′ preferred=’yes’/>
</div>
</div>

6. এবার আপনার টেমপ্লেট সেভ করে আপনার ব্লগারের লেআউট এ গিয়ে দেখেন হেডার কলাম দুই ভাগে ভাগ হয়ে গেছে।

সবাইকে অনেক ধন্যবাদ।
এবার আসুন টপ ডোমেইন এবং কান্ট্রি ডোমেইন গুলো চিনে নিই।

এবার আসুন টপ ডোমেইন এবং কান্ট্রি ডোমেইন গুলো চিনে নিই।

আমরা ইন্টারনেটে প্রতিদিন প্রচুর পরিমানে বিভিন্ন এক্সটেনশনের ডোমেইন নেম দেখে থাকি যেমন: .com, .net ইত্যাদি আবার কিছু কিছু ডোমেইন নেম দেখা যায় এমন .com.bd । আজকে আমি এই ডোমেইনের প্রভেদ নিয়ে আলোচনা করব।

মনে করি, itbatayan.com একটি ডোমেইন নেম। (.)এর পরে যে অংশটি দেখা যাচ্ছে সেটি হল টপ লেভেল ডোমেইন এটি দেখে সহজেই বোঝা যায় যে প্রতিষ্ঠান টি কোন ধরনের। এখানে যেটি দেখানো হয়েছে সেটির (.)এর পরে আছে com অর্থাত প্রতিষ্ঠানটি কমার্শিয়াল। এই টপ লেভেল ডোমেইন কে দুই ভাগে ভাগ করা যায় যথা:

১. জেনেরিক (itbatayan.com)
২. কান্টি (itbatayan.com.bd)

কিছু জেনেরিক টপলেভেল ডোমেইন এবং প্রকৃতি দেখে নিন:
.com (কমার্শিয়াল)
.info (তথ্যসমূহ)
.mobi (মোবাইল কন্টেন্ট)
.gov (রাষ্ট্রীয়)
.mill (মিলিটারি-মার্কিন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত)
.edu (শিক্ষা প্রতিষ্ঠান)
.net (নেটওয়ার্ক সার্ভিস)
.org (অর্গানাইজেশন)
.int (আন্তর্জাতিক সংস্থা)

কিছু টপলেভেল কান্ট্রি ডোমেইন এবং প্রকৃতি দেখে নিন:
ar (আর্জেন্টিনা)
au (অস্ট্রেলিয়া)
bd (বাংলাদেশ)
bt (ভুটান)
cn (চীন)
eg (মিসর)
id (ইন্দোনেশিয়া)
in (ইন্ডিয়া)
jp (জাপান)
lk (শ্রীলঙ্কা)
my (মালয়েশিয়া)
nl (নেদারল্যাণ্ড)
pk (পাকিস্তান)
sa (সৌদি আরব)
th (থাইল্যান্ড)
tr (তুরস্ক)
uk (যুক্তরাজ্য)
us (যুক্তরাষ্ট্র)
zw (জিম্বাবুয়ে)

আশাকরি এখন থেকে আর আমাদের ডোমেইন চিনতে খুব বেশি সমস্যা হবে না। ধন্যবাদ।
এই পোষ্ট টি প্রথম
আপনার ল্যাপটপ বা ডেস্কটপের জন্য দারুন একটা ওয়েবক্যাম সফটওয়ার।

আপনার ল্যাপটপ বা ডেস্কটপের জন্য দারুন একটা ওয়েবক্যাম সফটওয়ার।

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউন শুরু করছি। আশাকরি সকলে ভালো আছেন। ল্যাপটপের ক্যামেরার জন্য বিভিন্ন লোক বিভিন্ন সফটওয়ার ব্যবহার করে থাকেন। মানে যেটা যার ভালো লাগে সেটা। তবে অধিকাংক সফটওয়ার থাকে ভারী এবং বিভিন্ন সমস্যায় ভরা। তবে আমার কাছে একটা সফটওয়ার ভালো লেগেছে সেটা হল webcam companion



আশাকরি এই সফটওয়ারটি আপনাদের সবার ভালো লাগবে।
ধন্যবাদ।

Monday, October 23, 2017

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৩০, রিমুভ করে নিন ওয়ার্ডপ্রেস ভার্সন, যে কোন
পেজ ও ফীড থেকে।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৩০, রিমুভ করে নিন ওয়ার্ডপ্রেস ভার্সন, যে কোন পেজ ও ফীড থেকে।

সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে খুব ভালো আছেন । ওয়ার্ডপ্রেস এর একটি কমন সমস্যা হল এর সিকিউরিটি এই ব্লগিং প্লাটফর্মের সিকিউরিটি বলা যায় খুব ভালো না , আবার আপনি যদি একটু সতর্ক হন, তাহলে আপনার ওয়ার্ডপ্রেস এর কিছুই হবে না। মানে পুরো টাই সিকিউরড । ওয়ার্ডপ্রেস এর সিকিউরিটির একটি ধাপ হল এর ভার্সন নাম্বার রিমুভ করা। কোন হ্যাকার যদি আপনার ওয়ার্ডপ্রেস ভার্সন নাম্বার জানতে পারে তাহলে সে সেই ভার্সনের উপযোগী হ্যাকিং পরিকল্পনা করবে । তাই , আমাদের সবার উচিত আমাদের প্রিয় ওয়ার্ডপ্রেস সাইট টি কে হ্যাকিং এর হাত থেকে বাচাতে হলে এর ভার্সন নাম্বার হাইড করে রাখতে হবে। যাতে কোন হ্যাকার আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের বা ব্লগের ভার্সন নম্বর দেখতে না পায় । আর এই জন্য আপনাকে যা করতে হবে তা হল :
এর জন্য আপনাকে যা করতে হবে তা হল:
(ওয়ার্ডপ্রেস এ কোন প্রকার কোডিং করার সময় যে ফাইল টা এডিট করবেন সেটির ব্যাকআপ রাখবেন।

১. প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের ড্যাশবোড এ যান।
২. এবার আপনি যে থিমে এই কাজ টা করতে চান সেটি সিলেক্ট করুন।
৩. এবার আপনি functions.php ফাইল টা ওপেন করুন।
৪. এবার নিচে থেকে কোড গুলো কপি করুন।
// remove version info from head and feeds
function complete_version_removal() {
return '';
}
add_filter('the_generator', 'complete_version_removal');

৫. কপি করা কোড গুলো functions.php ফাইল এর ভিতরে পেষ্ট করে সেভ করুন।

এখন থেকে আপনার যে কোন পেজ ও ফীড থেকে ওয়ার্ডপ্রেস ভার্সন নং রিমুভ হয়ে যাবে।


ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২৯, ওয়ার্ডপ্রেস ব্লগে ইউটিউব ভিডিও ডিসপ্লে
করাবেন যে ভাবে।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২৯, ওয়ার্ডপ্রেস ব্লগে ইউটিউব ভিডিও ডিসপ্লে করাবেন যে ভাবে।

বর্তমান সময়ে ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায় না এমন কোন বিষয় নেই । আবার ইউটিউব হল বিশ্বের সব চেয়ে বড় ভিডিও সার্চ ও প্লে ইঞ্জিন । তাই স্বভাবতই আমাদের প্রয়োজন পড়ে এই ওয়ার্ডপ্রেস ব্লগ পোষ্টেম মধ্যে ইউটিউব ভিডিও এমবেড করার। তাহলে এখন উপায় ? হ্যা উপায় হল বিভিন্ন ধরনের ওয়ার্ডপ্রেস প্লাগিন আছে যে গুলো ব্যবহার করে আপনি সহজে ওয়ার্ডপ্রেস ব্লগ পোষ্টের মাঝে এই ইউটিউব ভিডিও এমবেড করতে পারবেন। কিন্ত আপনারা জানেন যে, আমার পোষ্ট মানেই প্লাগিন ছাড়া ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট তাই আমি আপনাদের আমার এই পোস্টে দেখাবো যে, কি ভাবে আপনি কোন প্রকার প্লাগিন না ইউজ করে শুধু মাত্র কোডিং এর মাধ্যমে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের যে কোন পোষ্ট বা পেজে ইউটিউব ভিডিও ডিসপ্লে করবেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল:
(ওয়ার্ডপ্রেস এ কোন প্রকার কোডিং করার সময় যে ফাইল টা এডিট করবেন সেটির ব্যাকআপ রাখবেন।

১. প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের ড্যাশবোড এ যান।
২. এবার আপনি যে থিমে এই কাজ টা করতে চান সেটি সিলেক্ট করুন।
৩. এবার আপনি functions.php ফাইল টা ওপেন করুন।
৪. এবার নিচে থেকে কোড গুলো কপি করুন।
/*
Shortcode to display youtube thumbnail on your wordpress blog.
Usage:
[youtube_thumb id="VIDEO_ID" img="0" align="left"]
VIDEO_ID= Youtube video id
img=0,1,2 or 3
align= left,right,center
*/
function wp_youtube_video_thumbnail($atts) {
extract(shortcode_atts(array(
'id' => '',
'img' => '0',
'align'=>'left'
), $atts));
$align_class='align'.$align;
return '<img src="http://img.youtube.com/vi/'.$id.'/'.$img.'.jpg" alt="" class="'.$align_class.'" />';
}
add_shortcode('youtube_thumb', 'wp_youtube_video_thumbnail');

৫. কপি করা কোড গুলো functions.php ফাইল এর ভিতরে পেষ্ট করে সেভ করুন।
এবার আপনার যে পোষ্টে ইউটিউব ভিডিও দেখাতে চান তার মাঝে এই কোড টুকু বসিয়ে দিবেন।
[youtube_thumb id="rNWeBVBqo2c" img="0" align="center"]

উপরের কোড থেকে “rNWeBVBqo2c” পরিবর্তন করে আপনার নির্দিষ্ট ভিডিও এর কোড বসিয়ে দিবেন।
সবাইকে অনেক ধন্যবাদ।


ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২৮, ওয়ার্ডপ্রেস সিপ্যানেল থেকে ট্রাশ ফাইল
অটোমেটিক ডিলেট করবেন যে ভাবে।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২৮, ওয়ার্ডপ্রেস সিপ্যানেল থেকে ট্রাশ ফাইল অটোমেটিক ডিলেট করবেন যে ভাবে।

আমরা প্রতিনিয়ত আমাদের সিপ্যানেল থেকে বা ওয়ার্ডপ্রেস ফাইল থেকে বিভিন্ন ধরনের জিনিষ ডিলেট করে দেই । তাই না ? হ্যা তাই । কিন্তু আপনি কি জানেন যে আমাদের ডিলেট করা ফাইল সাথে সাথে ডিলেট হয়ে যায়না । আমাদের কম্পিউটার থেকে কোন ফাইল ডিলেট করে দিলে যেমন প্রথমে রিসাইকেল বিনে যায় তেমনি সিপ্যানেল থেকে কোন কিছু ডিলেট করে দিলে তা সেখান থেকে ট্রাশ ফোল্ডারে চলে যায়। এবং সেখান থেকে ম্যানুয়ালি তা ডিলেট করতে হয়। আর আপনি যদি চান তাহলে আপনার ট্রাশ ফোল্ডার থেকে বিভিন্ন ফাইল ডিলেট হয়ে যাবে অটোমেটিক তাও আবার আপনি যে কয় দিন পরে ডিলেট করতে চান ঠিক সেই কয় দিন পরে । কি ? দারুন না ? হ্যা। আর এই কাজের জন্য আমাদের ব্যবহার করতে হবে খুব ছোট একটা ট্রিক ও কিছু কোড। আসুন তাহলে আমরা দেখি কি ভাবে আমরা এটা করতে পারি। প্রথমে আপনার সিপ্যানেল এ লগিন করুন। এবার আপনার যে ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা আছে, সেটা ওপেন করে wp-config.php ফাইল টি খুজে বের করুন। খুজে পেলে এটা এডিট মোডে ওপেন করুন। এখন নিচে থেকে এই কোড টা কপি করে নিন:
define('EMPTY_TRASH_DAYS', 5 );

এখন কপি করা কোড টুকু আপনার wp-config.php এর মধ্যে পেষ্ট করে সেভ করুন। মনে রাখবেন যে, উপরের কোডে যেখানে 5 দেয়া আছে সেটা আপনার ট্রাশ ফাইল কতদিন পরে ডিলেট হবে সেটা নির্দেশ করে। এটা আপনি পরিবর্তন করে নিতে পারবেন।


ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২৭, ওয়ার্ডপ্রেস থিমে মেনু সাপোর্ট না করলে যে
ভাবে সাপোর্ট করাবেন।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২৭, ওয়ার্ডপ্রেস থিমে মেনু সাপোর্ট না করলে যে ভাবে সাপোর্ট করাবেন।

আমরা আমাদের ব্লগিং এর জন্য যে ওয়ার্ডপ্রেস ব্যবহার করি সেটা একদম ফ্রি তাই না? হ্যা তাই শুধু আমি কেন পৃথিবীর সবাই এ কথা জানে কিন্তু মূল বিত্তি টা এখানে না। মূল সমস্যা টা হল থিম ব্যবহারের সময় ঘটে। কেননা আপনি চাইলেই আপনার পছন্দের থিম ব্যবহার করতে পারবেন না। কারণ পৃথিবীর সব পছন্দনীয় ওয়ার্ডপ্রেস থিম হল প্রিমিয়াম সহজ কথায় টাকা দিয়ে কিনে তার পর ব্যবহার করতে হয়। আবার কিছু কিছু কোম্পানী তাদের নিজেদের স্বার্থে আমাদের জন্য নানান রকম থিম ফ্রি সরবরাহ করে থাকে। কথায় আছে যে, ফ্রি বা সস্তার নানান অবস্থা তাই এই ফ্রি থিমে যে কি রকম সমস্যা তা বলে বোঝানো যাবে না। সকল সমস্যার মধ্যে একটা মূল সমস্যা হল: কিছু ফ্রি থিমে মেনু সাপোর্ট করে না। এখন উপায় হ্যা এমন সময় কোন উপায় না পেয়ে বাধ্যতামূলক ভাবে সেই থিম কে বিদায় জানানো ছাড়া আর কোন উপায় থাকে না। কিন্তু আপনি যদি একটু কষ্ট করেন তাহলে খুব সহজে সেই থিমে মেনু সাপোর্ট করাতে পারবেন। এর জন্য আপনাকে যা করতে হবে। তা হল:
১. আপনার ওয়ার্ডপ্রেস এর ড্যাসবোর্ড থেকে থিমটি সিলেক্ট করে এক্টিভ করুন।
২. এবার এডিট মেনুতে ক্লিক করে functions.php সিলেক্ট করুন।
৩. নিচে থেকে এই কোড গুলো আপনার functions.php তে পেষ্ট করে সেভ করুন।
function register_my_menus() {
register_nav_menus(
array( 'header-menu' => __( 'Header Menu' ) )
);
}
add_action( 'init', 'register_my_menus' );

৪. এবার আপনার মেনুটি যেখানে দেখাতে চান সেই ফাইলটি ওপেন করুন (সাধারণত header.php এর শেষে)
৫. নিচে থেকে কোড গুলো কপি করে আপনার নির্ধারিত স্থানে পেষ্ট করে সেভ করুন।
<?php wp_nav_menu( array( 'theme_location' => 'header-menu' ) ); ?>

সব কিছু ঠিক থাকলে এবার থেকে আপনার থিমটি তে মেনু সাপোর্ট করবে।


ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২৬, Screen Option ট্যাব কে ওয়ার্ডপ্রেস
ড্যাশবোর্ড হতে হাইড করে দিন!!

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২৬, Screen Option ট্যাব কে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড হতে হাইড করে দিন!!

আশাকরি সকলে খুব ভালো আছেন। আমি যেহেতু ওয়ার্ডপ্রেস কোডিং নিয়ে পোষ্ট করছি। তাই স্বভাবতই এটাও ওয়ার্ডপ্রেস কোডিং সম্পর্কিত এতে কোন সন্দেহ নেই। আমরা যখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ড এ ঢুকি তখন উপরের ডান কোনার দিকে একটা ট্যাব মেনু দেখা যায় যেটাতে লেখা থাকে screen option



এটাতে খুব একটা গুরুত্বপূর্ণ কোন কাজ হয় না বা করা যায় না। তাই আপনি চাইলে এটাকে হাইড করে রাখতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল : প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ড এ লগিন করুন। এখন আপনি যে থিমে করতে চান সেটি সিলেক্ট করুন। এবার এডিট বাটনে ক্লিক করুন। এরপর functions.php ফাইল টি সিলেক্ট করুন। এবার নিচে থেকে এই কোড টুকু কপি করে নিয়ে আপনার functions.php ফাইলের ?> এর পূর্বে বসিয়ে দিন।
function remove_screen_options_tab()
{
return false;
}
add_filter('screen_options_show_screen', 'remove_screen_options_tab');

এখন থেকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ড এ আপনি আর কখনও Screen Option ট্যাব টি দেখতে পাবেন না।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তীতে আরও নতুন নতুন কোড নিয়ে আসার প্রত্যাশায় এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২৫, নতুন একটি 'Add Media' বাটন যুক্ত করে নিন
আপনার ওয়ার্ডপ্রেসে।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২৫, নতুন একটি 'Add Media' বাটন যুক্ত করে নিন আপনার ওয়ার্ডপ্রেসে।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশাকরি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আর আপনারা খুব ভালো করেই জানেন যে, আমার পোষ্ট মানেই হল প্লাগিন ছাড়া ওয়ার্ডপ্রেস কোডিং তাই আবারও আপনাদের জন্য একটা নতুন কোড নিয়ে হাজির হলাম এখন দেখা যাক আমার এবারের কোড টি কোন সম্পর্কিত। আমরা যখন ওয়ার্ডপ্রেস এ কোন নতুন পোষ্ট লিখি তখন টেক্সট বক্সের উপরে একটা ‘Add media’ নামের বাটন থাকে এর উপর ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের ফাইল আপলোড করে থাকি বিভিন্ন কারনে আপনার এই বাটন টি কাজ নাও করতে পারে । আবার আপনার কাছে এই বাটন টি পছন্দ নাও হতে পারে তাই আপনার জন্য আমি এবার নিয়ে আসলাম আর একটি নতুন বাটন যেটা দেখতে ঠিক এই রকম হবে।



এর জন্য আপনাকে যা করতে হবে তা হল : প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ড এ লগিন করুন। এখন আপনি যে থিমে করতে চান সেটি সিলেক্ট করুন। এবার এডিট বাটনে ক্লিক করুন। এরপর functions.php ফাইল টি সিলেক্ট করুন। এবার নিচে থেকে এই কোড টুকু কপি করে নিয়ে আপনার functions.php ফাইলের ?> এর পূর্বে বসিয়ে দিন।
// Custom media buttons
function zg_post_buttons()
{
global $post_ID, $temp_ID;
$uploading_iframe_ID = (int) (0 == $post_ID ? $temp_ID : $post_ID);
$generic_title = 'Upload/Insert';
$media_upload_iframe_src = "media-upload.php?post_id=$uploading_iframe_ID";
$media_title = 'Add Media';
$media_button = '<a href="' . $media_upload_iframe_src . '&TB_iframe=true" id="add_media" class="thickbox" title="' . $media_title . '" onclick="return false;"><img src="images/media-button-other.gif" alt="' . $media_title . '" /></a>';
$video_upload_iframe_src = apply_filters('video_upload_iframe_src', "$media_upload_iframe_src&type=video");
$video_title = 'Add Video';
$video_button = '<a href="' . $video_upload_iframe_src . '&TB_iframe=true" id="add_video" class="thickbox" title="' . $video_title . '" onclick="return false;"><img src="images/media-button-video.gif" alt="' . $video_title . '" /></a>';
$audio_upload_iframe_src = apply_filters('audio_upload_iframe_src', "$media_upload_iframe_src&type=audio");
$audio_title = 'Add Audio';
$audio_button = '<a href="' . $audio_upload_iframe_src . '&TB_iframe=true" id="add_audio" class="thickbox" title="' . $audio_title . '" onclick="return false;"><img src="images/media-button-music.gif" alt="' . $audio_title . '" /></a>';
$image_upload_iframe_src = apply_filters('image_upload_iframe_src', "$media_upload_iframe_src&type=image");
$image_title = 'Afbeeldingen uploaden';
$image_button = '<a href="' . $image_upload_iframe_src . '&TB_iframe=true" id="add_image" class="thickbox" title="' . $image_title . '" onclick="return false;"><img src="images/media-button-image.gif" alt="' . $image_title . '" /></a>';
// add/remove values here
return $media_title . ':' . $media_button;
}
add_action('media_buttons_context','zg_post_buttons');

সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তীতে আরও নতুন নতুন কোড নিয়ে আসার প্রত্যাশায় এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২৪, আজ আপনি ওয়ার্ডপ্রেস এর চেহারা একদম উল্টা
করে দিতে পারবেন।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২৪, আজ আপনি ওয়ার্ডপ্রেস এর চেহারা একদম উল্টা করে দিতে পারবেন।

আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহর রহমতে খুব ভালো আছি। ভাই এখন এই পৃথিবীটাই চলছে উল্টাপাল্টা তাই ওয়ার্ডপ্রেস বলছে; দেখি আমিও একটু উল্টাপাল্টা হয়ে, কেমন দেখা যায়? হ্যা ভাই আমি এবার যে কোড টা আপনাদের সাথে শেয়ার করব সেটা দিয়ে আপনার পুরো ওয়ার্ডপ্রেস এর চেহারা একদম উল্টা করে দিতে পারবেন। এর জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। এখন আমি যে কোড টা শেয়ার করব সেটা আপনার style.css এর মধ্যে যোগ করে সেভ করুন।
body{
-moz-transform: rotate(180deg);
-webkit-transform: rotate(180deg);
-o-transform: rotate(180deg);
}

কি? কেমন দেখলেন? মজা না? হ্যা আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি মনে করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আরও সুন্দর সুন্দর ওয়ার্ডপ্রেস হ্যাকড কোড পেতে হলে সাথেই থাকুন।
ধন্যবাদ।


ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২৩, ওয়ার্ডেপ্রেস এ পার্মালিংক সেট করুন কোডিং
এর মাধ্যমে !

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২৩, ওয়ার্ডেপ্রেস এ পার্মালিংক সেট করুন কোডিং এর মাধ্যমে !

ওয়ার্ডপ্রেস কোডিং এর ধারাবাহিকতায় আমরা এবার আলোচনা করব ওয়ার্ডপ্রেস এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হল পার্মালিংক। আমরা সাধারণত সেটিং অপশন থেকে পার্মালিংক সেট করে থাকি। আপনি ইচ্ছা করলে আপনার ওয়ার্ডপ্রেস এর ফাংশন এর মাধ্যমে কোডিং করে পার্মালিং সেট করতে পারবেন। আর এটা করার জন্য আপনাকে যা করতে হবে তা হল:

(সর্বপ্রথমে বলে রাখি যে, আপনি আপনার ওয়ার্ডপ্রেস এ কোডিং করার সময় যে ফাইল টি এডিট করবেন অবশ্যই সেটির একটি ব্যাক-আপ কোডিং করার পূর্বে নিয়ে নিবেন। কোডিং করার পর কোন সমস্যা হলে আবার সেই ফাইলটি আপলোড করে নিবেন।)

1. প্রথমে আপনার এডমিন প্যানেলে প্রবেশ করুন।

2. এখন আপনি যে থিমটি ব্যবহার করছেন সেটি থেকে এডিট সিলেক্ট করুন।

3. এখান থেকে ‘functions.php’ সিলেক্ট করুন।

4. এখন নিচের কোড টুকু কপি করে আপনার functions.php তে পেষ্ট করে সেভ করুন।
// set permalink
function set_permalink(){
global $wp_rewrite;
$wp_rewrite->set_permalink_structure('/%year%/%monthnum%/%postname%/');
}
add_action('init', 'set_permalink');


আপনাদের সুবিধার জন্য নিচে আমি কিছু পার্মালিং এর কোড দিলাম:
/%year%/%monthnum%/%day%/%postname%/
/%year%/%monthnum%/%postname%/
/archives/%post_id%
/%postname%/

সবাইকে অনেক ধন্যবাদ।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২২, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মেটা বক্সের
ড্রাগিং ইফেক্ট বন্ধ করুন সহজে!

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২২, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মেটা বক্সের ড্রাগিং ইফেক্ট বন্ধ করুন সহজে!

সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি আপনারা সকলে ভালো আছেন। আমরা যখন আমাদের ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডএ ঢুকি তখন সেখানে কিছু মেটা বক্স দেখা যায়। আর চাইলেই সেগুলোকে মাউস দিয়ে ড্রাগ করে স্থান পরিবর্তন করা যায়। ঠিক এই রকম:



আপনি যদি চান তাহলে এই মেটা বক্স এর ড্রাগিং ইফেক্ট বন্ধ করে দিতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল:

(সর্বপ্রথমে বলে রাখি যে, আপনি আপনার ওয়ার্ডপ্রেস এ কোডিং করার সময় যে ফাইল টি এডিট করবেন অবশ্যই সেটির একটি ব্যাক-আপ কোডিং করার পূর্বে নিয়ে নিবেন। কোডিং করার পর কোন সমস্যা হলে আবার সেই ফাইলটি আপলোড করে নিবেন।)

1. প্রথমে আপনার এডমিন প্যানেলে প্রবেশ করুন।

2. এখন আপনি যে থিমটি ব্যবহার করছেন সেটি থেকে এডিট সিলেক্ট করুন।

3. এখান থেকে ‘functions.php’ সিলেক্ট করুন।

4. এখন নিচের কোড টুকু কপি করে আপনার functions.php তে পেষ্ট করে সেভ করুন।
function disable_drag_metabox() {
wp_deregister_script('postbox');
}
add_action( 'admin_init', 'disable_drag_metabox' );

এবার আপনার ব্লগের ড্যাশবোর্ড এর মেটা বক্স মাউস দিয়ে কেন, হাত দিয়ে টেনেও সরাতে পারবেন না।
সবাইকে ধন্যবাদ।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২১, আপনার গ্রাভাটার ইমেজ কে ওয়ার্ডপ্রেস এর
ফেভিকন হিসেবে ব্যবহার করুন।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২১, আপনার গ্রাভাটার ইমেজ কে ওয়ার্ডপ্রেস এর ফেভিকন হিসেবে ব্যবহার করুন।

সালাম নিবেন সবাই। আশাকরি সবাই খুব ভালো আছেন। আমিও এক প্রকার আছি আরকি। আমরা সবাই জানি যে, ওয়ার্ডপ্রেস শুধু নয় সকল ওয়েব বা ব্লগ সাইটের জন্য একটি অত্যাবশ্যকীয় জিনিষ হল ফেভিকন। আর আপনি যদি চান তাহলে খুব সহজে আপনার গ্রাভাটার ইমেজ কে এই ওয়ার্ডপ্রেস এর ফেভিকন হিসেবে ব্যবহার করতে পারবেন।



এর জন্য আপনাকে যা করতে হবে তা হল:

(সর্বপ্রথমে বলে রাখি যে, আপনি আপনার ওয়ার্ডপ্রেস এ কোডিং করার সময় যে ফাইল টি এডিট করবেন অবশ্যই সেটির একটি ব্যাক-আপ কোডিং করার পূর্বে নিয়ে নিবেন। কোডিং করার পর কোন সমস্যা হলে আবার সেই ফাইলটি আপলোড করে নিবেন।)

1. প্রথমে আপনার এডমিন প্যানেলে প্রবেশ করুন।
2. এখন আপনি যে থিমটি ব্যবহার করছেন সেটি থেকে এডিট সিলেক্ট করুন।
3. এখান থেকে ‘functions.php’ সিলেক্ট করুন।
4. এখন নিচের কোড টুকু কপি করে আপনার functions.php তে পেষ্ট করে সেভ করুন।
function gravatar_favicon() {
$GetTheHash = md5(strtolower(trim(get_bloginfo('admin_email'))));
return 'http://www.gravatar.com/avatar/' . $GetTheHash . '?s=16';
}
function favicon() {
echo '';
}
add_action('wp_head', 'favicon');

এখন আপনার যে ইমেইল টা দিয়ে ব্লগের এডমিন একাউন্ট করা সেই ইমেইলে যে গ্রাভাটার আছে সেটা আপনার ফেভিকন হিসেবে দেখতে পাবেন।

 

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২০, আপনার সাইটে মোট ব্যবহৃত ইমেজ সংখ্যা
দেখান খুব সহজে!

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২০, আপনার সাইটে মোট ব্যবহৃত ইমেজ সংখ্যা দেখান খুব সহজে!

আশাকরি ভালো আছেন। আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছবি যোগ করে থাকি কিন্তু আমার মনে হয় ১ জন ব্যক্তিও খুজে পাওয়া যাবে না যে তার ব্লগে ব্যবহৃত ছবির সঠিক সংখ্যা বলতে পারবেন। তাই এই বিষয় নিয়ে আমার এবারের পোস্ট। এই পোস্ট ফলো করলে আপনি যো কোন সময় আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের ছবির সঠিক সংখ্যা নির্ণয় করতে পারবেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল:

(সর্বপ্রথমে বলে রাখি যে, আপনি আপনার ওয়ার্ডপ্রেস এ কোডিং করার সময় যে ফাইল টি এডিট করবেন অবশ্যই সেটির একটি ব্যাক-আপ কোডিং করার পূর্বে নিয়ে নিবেন। কোডিং করার পর কোন সমস্যা হলে আবার সেই ফাইলটি আপলোড করে নিবেন।)

1. প্রথমে আপনার এডমিন প্যানেলে প্রবেশ করুন।
2. এখন আপনি যে থিমটি ব্যবহার করছেন সেটি থেকে এডিট সিলেক্ট করুন।
3. এখান থেকে ‘functions.php’ সিলেক্ট করুন।
4. এখন নিচের কোড টুকু কপি করে আপনার functions.php তে পেষ্ট করে সেভ করুন।
function img_count(){
$query_img_args = array(
'post_type' => 'attachment',
'post_mime_type' =>array(
'jpg|jpeg|jpe' => 'image/jpeg',
'gif' => 'image/gif',
'png' => 'image/png',
),
'post_status' => 'inherit',
'posts_per_page' => -1,
);
$query_img = new WP_Query( $query_img_args );
echo $query_img->post_count;
}

এবার নিচের কোড টা আপনি যেখানে আপনার ছবির সংখ্যা দেখতে চান সেখানে যুক্ত করুন।
<?
img_count();
?>

সবাইকে অনেক ধন্যবাদ।


ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১৯, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড হতে ব্রাউজার আপডেট
নোটিশ হাইড করে নিন।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১৯, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড হতে ব্রাউজার আপডেট নোটিশ হাইড করে নিন।

সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। অনিবার্য কারণ বশত যদি আমাদের ওয়েব ব্রাউজার আপডেটেড না থাকে তা হলে আমরা যখন আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগের ড্যাশবোর্ডে ঢুকি তখন তখন এই রকম একটা মেসেজ দেখায় যেখানে লেখা থাকে আপনার ব্রাউজার আউট ডেটেড:



আপনি যদি ইচ্ছা করেন, তাহলে এখন থেকে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এ গিয়ে সেখানে আর এই বিরক্তিকর মেসেজ দেখতে হবে না। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল:

(সর্বপ্রথমে বলে রাখি যে, আপনি আপনার ওয়ার্ডপ্রেস এ কোডিং করার সময় যে ফাইল টি এডিট করবেন অবশ্যই সেটির একটি ব্যাক-আপ কোডিং করার পূর্বে নিয়ে নিবেন। কোডিং করার পর কোন সমস্যা হলে আবার সেই ফাইলটি আপলোড করে নিবেন।)

1. প্রথমে আপনার এডমিন প্যানেলে প্রবেশ করুন।
2. এখন আপনি যে থিমটি ব্যবহার করছেন সেটি থেকে এডিট সিলেক্ট করুন।
3. এখান থেকে ‘functions.php’ সিলেক্ট করুন।
4. এখন নিচের কোড টুকু কপি করে আপনার functions.php তে পেষ্ট করে সেভ করুন।
function disable_browser_upgrade_warning() {
remove_meta_box( 'dashboard_browser_nag', 'dashboard', 'normal' );
}
add_action( 'wp_dashboard_setup', 'disable_browser_upgrade_warning' );

আর আপনাকে আপনার ব্রাউজারের আপডেট করতে বলা হবে না।
সবাইকে অনেক ধন্যবাদ।


ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১৮, ওয়ার্ডপ্রেসের আপডেট ওয়ার্নিং সাধারণ
ইউজার থেকে হাইড করে রাখুন সহজেই!!

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১৮, ওয়ার্ডপ্রেসের আপডেট ওয়ার্নিং সাধারণ ইউজার থেকে হাইড করে রাখুন সহজেই!!

সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা যখন আমাদের নিজস্ব ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডে ভিজিট করি তখন বিভিন্ন রকম আপডেট ওয়ার্নিং দেখা যায় যদি সেটা আপডেটেড না থাকে। এটা অবশ্যই আমাদের কাছে ভালো একটা বিষয় কারণ এটা দেখে আমরা সহজে বুঝতে পারি যে কখন ওয়ার্ডপ্রেস তার নতুন ভার্সন রিলিজ করছে। আর এটা দেখে আমরা সহজে আমাদের ওয়ার্ডপ্রেস সাইট আপডেট রাখতে পারি আবার এমন ও হয় যে যে ব্যক্তি আপনার সাইটের এডমিন না একজন সাধারণ ব্যবহার কারী তাকেও এই আপডেট ওয়ার্নিং দেখানো হচ্ছে। যদিও এটা তেমন কোন সমস্যার সৃষ্টি করে না তার পরও এটা নিয়ে যদি আমরা খারাপ কিছু ভাবি তাহলে এটা অনেক সমস্যার সৃষ্টি করে। ধরুন আপনার সাইট হ্যাক করার জন্য একজন হ্যাকার আপনার সাইটে একজন সাধারণ ইউজার হিসেবে নিবন্ধন করল, এবং আপনার ওয়ার্ডপ্রেস এর ভার্সন খুজতে লাগল। এখন তাকে যদি এই আপডেট ওয়ার্নিং দেখায় তাহলে সেই হ্যাকার মনে করবে যে, যে ভার্সনের আপডেট ওয়ার্নিং আপনার প্যানেলে দেখাচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস এর ভার্সন অবশ্যই তার পূর্বের ভার্সন। তখন সেই হ্যাকার আপনার ওয়ার্ডপ্রেসের ভার্সন হিসেবে তার কর্মকাণ্ড শুরু করে দিবে। তা হলে ভাবুন এটা কত স্পর্ষকাতর বিষয়। আপনি চাইলে আপনি অর্থাত এডমিন ছাড়া অন্য সকল ইউজার থেকে আপনার এই আপডেট ওয়ার্নিং হাইড করে রাখতে পারেন। তার জন্য আপনাকে যা করতে হবে তা হল।

(সর্বপ্রথমে বলে রাখি যে, আপনি আপনার ওয়ার্ডপ্রেস এ কোডিং করার সময় যে ফাইল টি এডিট করবেন অবশ্যই সেটির একটি ব্যাক-আপ কোডিং করার পূর্বে নিয়ে নিবেন। কোডিং করার পর কোন সমস্যা হলে আবার সেই ফাইলটি আপলোড করে নিবেন।)

1. প্রথমে আপনার এডমিন প্যানেলে প্রবেশ করুন।

2. এখন আপনি যে থিমটি ব্যবহার করছেন সেটি থেকে এডিট সিলেক্ট করুন।

3. এখান থেকে ‘functions.php’ সিলেক্ট করুন।

4. এখন নিচের কোড টুকু কপি করে আপনার functions.php তে পেষ্ট করে সেভ করুন।
function wp_hide_update() {
global $current_user;
get_currentuserinfo();

if ($current_user->ID != 1) { // only admin will see it
remove_action( 'admin_notices', 'update_nag', 3 );
}
}
add_action('admin_menu','wp_hide_update');

এখন থেকে আপনার ওয়ার্ডপ্রেস এর আপডেট ওয়ার্নিং আপনি ছাড়া কাউকে দেখাবে না। অর্থাত ওয়ার্ডপ্রেস হ্যাকিং থেকে আপনি আরও একধাপ এগিয়ে গেলেন।


ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১৭, দেখে নিন কি ভাবে ওয়ার্ডপ্রেস ইউজার
প্রোফাইলে এক্সট্রা ইনফর্মেশন ফিল্ড যুক্ত করবেন।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১৭, দেখে নিন কি ভাবে ওয়ার্ডপ্রেস ইউজার প্রোফাইলে এক্সট্রা ইনফর্মেশন ফিল্ড যুক্ত করবেন।

আমরা যখন কোন ওয়ার্ডপ্রেস সাইটে নিবন্ধন করি তখন আমাদের ইউজার প্রোফাইল এ গেলে দেখতে পাই সেখানে ডিফল্ট কিছু ফিল্ড আছে। যেখানে আমরা website, aim jabber, googleTalk ইত্যাদি দেখা যায়। কিন্তু অনেক সময় আমাদের আরও কিছু ফিল্ড দরকার হয় তখন কি করবেন। হ্যা সেই বিষয়েই আমার এবারের পোষ্ট। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল:
(সর্বপ্রথমে বলে রাখি যে, আপনি আপনার ওয়ার্ডপ্রেস এ কোডিং করার সময় যে ফাইল টি এডিট করবেন অবশ্যই সেটির একটি ব্যাক-আপ কোডিং করার পূর্বে নিয়ে নিবেন। কোডিং করার পর কোন সমস্যা হলে আবার সেই ফাইলটি আপলোড করে নিবেন।)

1. প্রথমে আপনার এডমিন প্যানেলে প্রবেশ করুন।
2. এখন আপনি যে থিমটি ব্যবহার করছেন সেটি থেকে এডিট সিলেক্ট করুন।
3. এখান থেকে ‘functions.php’ সিলেক্ট করুন।
4. এখন নিচের কোড টুকু কপি করে আপনার functions.php তে পেষ্ট করে সেভ করুন।
add_action( 'show_user_profile', 'my_show_extra_profile_fields' );
add_action( 'edit_user_profile', 'my_show_extra_profile_fields' );

function my_show_extra_profile_fields( $user ) { ?>

<h3>Extra profile information</h3>

<table class="form-table">

<tr>
<th><label for="twitter">Twitter</label></th>

<td>
<input type="text" name="twitter" id="twitter" value="<?php echo esc_attr( get_the_author_meta( 'twitter', $user->ID ) ); ?>" class="regular-text" /><br />
<span class="description">Please enter your Twitter username.</span>
</td>
</tr>

</table>
<?php }

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

দেখে নিন ওয়ার্ডপ্রেস এর সকল সেটিং একসাথে কিভাবে পাবেন।

দেখে নিন ওয়ার্ডপ্রেস এর সকল সেটিং একসাথে কিভাবে পাবেন।

আমাদের যাদের ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী করা ব্লগ আছে। তারা অবশ্যই জানি যে, আমরা যখন ওয়ার্ডপ্রেস এর সেটিংস করি তখন প্রথমে সেটিংস এ গিয়ে আলাদা আলাদা ভাবে বিভিন্ন পেজ ওপেন করতে হয় এবং সেটিং সেভ করতে হয়্। কিন্তু যদি এমন হয়, যে, আপনার ওয়ার্ডপ্রেস এর সকল সেটিংস একটি মাত্র পেজ এ থাকবে এবং সেখান থেকে ইচ্ছা মত সেটিংস ঠিক করে একবার মাত্র সেভ করতে হবে। তাহলে কেমন হয়? আমার মনে হয় খুব ভালো হয় তাই না? হ্যা তাই। এজন্য আপনাকে যা করতে হবে তা হল:
প্রথমে আপনার নিজস্ব ব্লগে লগিন করা থাকতে হবে বা লগিন করতে হবে। এবার ব্রাউজারে অন্য একটি ট্যাব খুলে তাতে ঠিক এভাবে লিখুন:

http://আপনারডোমেইন.com/wp-admin/options.php

এখন এন্টার চাপুন এবং দেখুন যে, আপনার প্রয়োজনীয় সকল সেটিংস একই পেজে আপনার সামনে হাজির। এখান থেকে আপনার ইচ্ছা মত সেটিংস করে সেভ করুন। এখানে আরো অনেক অনেক সেটিংস পাবেন যা সাধারণ ভাবে সেটিংস মেনুতে নেই। তাই ভালো না বুঝলে সেগুলে টাচ করবেন না।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আসুন আজ আমরা ওয়ার্ডপ্রেস এর স্বত্ব কিনে নিব।

আসুন আজ আমরা ওয়ার্ডপ্রেস এর স্বত্ব কিনে নিব।

সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগ এর ড্যাসবোর্ড এ ঢুকলে ওয়ার্ডপ্রেস এর লোগো, লিংক, ইত্যাদি বিভিন্ন রকম চোখে পড়ে। আবার যখন কোন ইউজার লগিন করতে যায় তখন সেখানেও বড় মাপের একখানা ওয়ার্ডপ্রেস এর লোগো সীল-গালা করা থাকে। যা দেখে সহজেই বোঝা যায় যে, এটা ওয়ার্ডপ্রেস দিয়েই করা। যদিও বোঝার আরও অনেক উপায় আছে, তারপরও আসুন একবার মজা করার জন্য হলেও আমরা আমাদের প্রিয় ব্লগ হতে ওয়ার্ডপ্রেস এর নাম গন্ধ একেবারে দূর করে ফেলার চেষ্টা করি। ভাবছেন এত বড় কাজ করার জন্য না জানি কত কষ্ট করতে হবে, তাই না? না মোটেই না এর জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। শুধুমাত্র এই লিংক থেকে এই প্লাগিন টা ডাউনলোড করে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে আপলোড করে এক্টিভ করুন। এখন সেটিংস মেনুতে দেখবেন যে white label CMS নামে একটা সাব মেনু তৈরী হয়েছে এখন এটাতে ক্লিক করুন। ব্যস এখানথেকে আপনার ইচ্ছা মত লোগো, ঠিকানা এবং অন্যান্য সেটিং চেঞ্জ করে সেভ করুন।

সবাইকে অনেক ধন্যবাদ।

Friday, October 20, 2017

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১৬, ইউজার ‘লগ আউট’ হওয়ার পর হোমপেজ এ
রিডাইরেক্ট করাবেন যে ভাবে।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১৬, ইউজার ‘লগ আউট’ হওয়ার পর হোমপেজ এ রিডাইরেক্ট করাবেন যে ভাবে।

সাধারণত ওয়ার্ডপ্রেস সাইট হতে যখন কোন ইউজার ‘লগ আউট’ হয় তখন ওয়ার্ডপ্রেস তাকে আবার ‘লগিন’ পেজে নিয়ে যায়। এটা ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট সেটিংস। একবার ভাবুন তো, একজন ইউজার কি আবার ‘লগিন’ করার জন্য ‘লগ আউট’ হয়? অবশ্যই না। তাহলে এই রকম হওয়া উচিত ছিল ‍যে, যখন কোন ইউজার ‘লগ আউট’ হবে তখন তাকে ‘হোমপেজ’ বা অন্য কোন পেজ এ নিয়ে যাবে। আর হ্যা আপনি চাইলে ‘লগ আউট’ হওয়া ইউজারকে ‘লগিন’ পেজ এর পরিবর্তে ‘হোমপেজ’ এ রিডাইরেক্ট করাতে পারবেন। তার জন্য আপনাকে যা করতে হবে তা হল: আপনাকে একটা কোড কপি করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের থিমের functions.php ফাইলের মধ্যে সেভ করতে হবে। কোডটি হল:
add_action('wp_logout','auto_redirect_after_logout');
function auto_redirect_after_logout(){
wp_redirect( home_url() );
exit();
}

উপরের কোডটি যদি আপনি ঠিকমত কপি করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের থিমের functions.php ফাইলের মধ্যে সেভ করতে পারেন তাহলে এখন থেকে আপনার সাইট থেকে যদি কোন ইউজার ‘লগ আউট’ হয় তাহলে তাকে আবার ‘লগিন’ পেজ এ নিয়ে যাবে না। তাকে সরাসরি ‘হোমপেজ’ এ নিয়ে যাবে।

ধন্যবাদ।


ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১৫, ইউজার লগিন করার পর হোমপেজ এ রিডাইরেক্ট
করাবেন যে ভাবে।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১৫, ইউজার লগিন করার পর হোমপেজ এ রিডাইরেক্ট করাবেন যে ভাবে।

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ওয়ার্ডপ্রেস সাইটে যখন কোন ইউজার লগিন করে তখন ওয়ার্ডপ্রেস ডিফল্ট ভাবে তাকে ড্যাশবোর্ডে নিয়ে যায়। সেখান থেকে আবার তাকে হোম পেজ এ আসতে হয়। এটা একটা বিরক্তিকর বিষয়। আপনি চাইলে আপনার সাইটে যখন কোন ইউজার লগিন করবে তখন তাকে হোমপেজ এ রিডাইরেক্ট করতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে নিচের কোড টি কপি করতে হবে:
/* redirect users to front page after login */    
function redirect_to_front_page() {
global $redirect_to;
if (!isset($_GET['redirect_to'])) {
$redirect_to = get_option('siteurl');
}
}
add_action('login_form', 'redirect_to_front_page');

এখন কপি করা কোড আপনার ওয়ার্ডপ্রেস সাইটের থিমের functions.php ফাইলে পেষ্ট করে সেভ করুন। আপনার কাজ শেষ আর কিছুই করতে হবে না। এখন থেকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে যখন কোন ইউজার লগিন করবে তখন ওয়ার্ডপ্রেস নিজেই তাকে ড্যাশবোর্ড এর পরিবর্তে হোমপেজ এ নিয়ে যাবে।

Wednesday, October 18, 2017

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১৪, ওয়ার্ডপ্রেস excerpt ellips পরিবর্তন করে
নিন readmore লিংক দিয়ে।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১৪, ওয়ার্ডপ্রেস excerpt ellips পরিবর্তন করে নিন readmore লিংক দিয়ে।

আমরা যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করি তারা ওয়ার্ড্রপ্রেস excerpt ellips এর সাথে কম বেশি সবাই পরিচিত। এটা দেখতে এই রকম: […] আর এটা থাকে ওয়ার্ডপ্রেস এর বেসিক থিমের হোমপেজের excerpt এর শেষে। একটা ছবি দেখলে হয়ত যারা এটার সাথে পরিচিত নন তারা বুঝতে পারবেন।



আশাকরি এখন ওয়ার্ডপ্রেস excerpt ellips কি এটা সবাই বুঝতে পেরেছেন। এখন কথা হল এটা পরিবর্তন করব কিভাবে? হ্যা সেটাই এখন দেখাবো। নিচ থেকে আপনি পিএইচপি কোড টুকু কপি করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের থিমের functions.php ফাইলে পেস্ট করে সেভ করুন।
function ld_new_excerpt_more($more) {
global $post;
return '<a class="more-link" href="'. get_permalink($post->ID) . '">&nbsp;Read more.</a>';
}
add_filter('excerpt_more', 'ld_new_excerpt_more');

উপরের কোড থেকে Read more. পরিবর্তন করে আপনার ইচ্ছামত একটা বসিয়ে নিতে পারেন। এখন আপনার ওয়ার্ডপ্রেস সাইটে গিয়ে দেখুন excerpt ellips [....] এর পরিবর্তে Read more. শো করছে ঠিক এই রকম:



এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।



Sunday, October 15, 2017

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১৩, যে ভাবে ওয়ার্ডপ্রেস এর লগিন লোগো চেঞ্জ
করবেন।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১৩, যে ভাবে ওয়ার্ডপ্রেস এর লগিন লোগো চেঞ্জ করবেন।

সবাই ভালো আছেন আশাকরি, আমিও ভালো আছি। আমি আজ আপনাদের সাথে যে কোডটি শেয়ার করব সেটার সাহায্যে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ডিফল্ট লোগো পরিবর্তন করতে পারবেন। ঠিক এই রকম:



এর জন্য আপনি প্রথমে নিচের কোড টি কপি করুন:
function custom_login_logo() {
echo '<style type="text/css">'.
'h1 a { background-image:url('.get_bloginfo( 'template_directory' ).'/images/author-site.png) !important; }'.
'</style>';
}
add_action( 'login_head', 'custom_login_logo' );

এখন কপি করা কোডটি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের থিমের functions.php ফাইলে পেষ্ট করে সেভ করুন। কোডে যে ইমেজ পাথ দেখানো হয়েছে ঠিক ‍সেই পাথে আপনার পছন্দের ইমেজটি আপলোড দিন। এবার আপনি আপনার সাইট থেকে লগ-আউট হয়ে লগিন পেজে গিয়ে দেখুন আপনার সাইটের ডিফল্ট লগিন লোগো পরিবর্তন হয়ে কাস্টম টি শো করছে।

ধন্যবাদ।


Saturday, October 14, 2017

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১২, পোষ্ট করার সময় কিছু কথা বার বার লিখতে
হয়, সেই কথা গুলো এখন হবে অটোমেটিক!

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১২, পোষ্ট করার সময় কিছু কথা বার বার লিখতে হয়, সেই কথা গুলো এখন হবে অটোমেটিক!

আশাকরি সকলে ভালো আছেন। আমরা যখন ওয়ার্ডপ্রেসে কোন পোষ্ট লিখি তখন পোষ্টের শেষে বা শুরুতে কিছু কথা বার বার লেখার প্রয়োজন পড়ে যেমন: “সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ” এই রকম আরো অনেক কিছু। যাই হোক যে কথা গুলো আপনাকে বার বার লিখতে হয় সেটি আপনি কিছু কোডের মাধ্যমে আপনার নিউ পোষ্ট এর টেক্স বক্সে অটোমেটিক লিখে নিতে পারবেন যেটি আপনি লিখলেও থাকবে না লিখলেও থাকবে। যদি এই লেখাটি আপনার প্রয়োজন না পড়ে তবে ডিলেট করে দিয়ে অন্য লেখা লিখে দিতে পারবেন। যেমন:



এর জন্য আপনি প্রথমে নিচের কোডটি কপি করে আপনার ওয়ার্ডপ্রেস থিমের functions.php ফাইলে পেষ্ট করে সেভ করুন। সেভ করার পর এখন আপনি নিউ পোষ্ট ওপেন করে দেখুন আপনার সেট করা লেখাটি নিউ পোষ্ট এর কন্টেন্ট টেক্সট বক্সে ডিসপ্লে হচ্ছে।
add_filter( 'default_content' , 'my_default_content' );
function my_default_content( $post_content ) {

$post_content = 'আমার ব্লগে আপনাকে স্বাগতম, নতুন ব্লগ কন্টেন্ট লেখার আগে এই লেখাটি মুছে ফেলুন এবং নতুন করে আপনার লেখা শুরু করুন....';

return $post_content;
}

 

আপনি উপরের কোড হতে আমার লেখাটি রিপ্লেস করে আপনার নিজের লেখা সেভ করে নিন।


ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১১, New Post এর টাইটেল বক্স থেকে Enter
title here লেখাটি পরিবর্তন করে নিন একটি কোড দিয়ে।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১১, New Post এর টাইটেল বক্স থেকে Enter title here লেখাটি পরিবর্তন করে নিন একটি কোড দিয়ে।

ওয়ার্ডপ্রেস ব্লগে পোষ্ট করার সময় আমরা যখন নিউ পোষ্ট পেজ ওপেন করি তখন সেখানে টাইটেল এর বক্সে ডিফল্ট ভাবে এই লেখাটা থাকে- Enter title here. ঠিক এই রকম:



যদিও এটা কোন কাজে লাগে না তার পরও পরিপূর্ণ কাস্টমাইজেশনের জন্য এটা আপনার পরিবর্তন করা দর কার তাই আমি আজ আপনাদের সাথে একটি কোড শেয়ার করব যেটার মাধ্যমে আপনি এই Enter title here লেখাটি আপনার নিজের মত করে পরিবর্তন করে নিতে পারবেন।

এটা করার জন্য আপনি নিচের কোডটি কপি করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের থিমের functions.php ফাইলে পেষ্ট করে সেভ করুন।
function title_text_input( $title ){
return $title = 'এখানে পোস্টের শিরোনাম লিখুন..';
}
add_filter( 'enter_title_here', 'title_text_input' );

সেভ করা হয়ে গেলে আপনি এবার New post এ যেয়ে দেখুন Enter title here এর পরিবর্তে ‘এখানে পোষ্টের শিরোনাম লিখুন’দেখাচ্ছে ঠিক এই রকম:



উপরের কোড থেকে আপনি ‘এখানে পোস্টের শিরোনাম লিখুন’ এটা নিজের মত করে পরিবর্তন করে নিন।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখনকার মত বিদায়। আল্লাহ হাফেজ।

Friday, October 13, 2017

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১০, আপনার ওয়ার্ডপ্রেসের ডিফল্ট গ্রাভাটার
পরিবর্তন করবেন যে ভাবে।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১০, আপনার ওয়ার্ডপ্রেসের ডিফল্ট গ্রাভাটার পরিবর্তন করবেন যে ভাবে।

ওয়ার্ডপ্রেস সাইটে যখন কোন ইউজার রেজিস্ট্রেশন করে তখন সিস্টেম থেকে বা গ্রাভাটার.কম থেকে একটা গ্রাভাটার সেট করা থাকে (যদি সেই ইউজার তার এই ইমেইল দিয়ে গ্রাভাটার.কম সাইটে রেজিস্ট্রেশন করে পরিবর্তন না করে) যেটা ডিসপ্লে হয় ঠিক এই রকম:



এখন আপনি যদি চেষ্টা করেন তাহলে এই ডিফল্ট গ্রাভাটার পরিবর্তন করে আপনার নিজের পছন্দ মত একটা ছবি সেট করতে পারবেন।

তার জন্য প্রথমে আপনাকে এই কোড টুকু কপি করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের থিমের functions.php ফাইলে সেভ করুন:
add_filter( 'avatar_defaults', 'custom_avatar' );
function custom_avatar($avatar_defaults){
$custom_avatar = get_stylesheet_directory_uri() . '/images/author-site.png';
$avatar_defaults[$custom_avatar] = "My Default Avatar";
return $avatar_defaults;
}

কোডের মধ্য থেকে আপনি আপনার পছন্দের ইমেজের লিংক পরিবর্তন করে নিবেন।

এখন আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের Settings থেকে Discussion এ যান তাহলে একদম নিচে গ্রাভাটারের লিষ্ট দেখতে পাবেন যেখানে আপনার নতুন করে সেট করা গ্রাভাটার ও আছে ঠিক এমন:



এখন আপনি আপনার নতুন গ্রাভাটার সিলেক্ট করে সেভ করুন। তাহলে এখন থেকে কোন ইউজার আপনার ওয়ার্ডপ্রেস সাইটে রেজিস্ট্রেশন করলে যদি তার ইমেইল আইডি দিয়ে গ্রাভাটার.কম সাইটে কাস্টমাইজ না করা থাকে তাহলে ডিফল্ট ভাবে আপনার সেট করা ছবিটিই দেধাবে।

ধন্যবাদ।


ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৯, আপনার ওয়ার্ডপ্রেস সাইটে নতুন পোষ্ট পাবলিশ
হলে অটোমেটিক সকল মেম্বারের কাছে Email চলে যাবে।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৯, আপনার ওয়ার্ডপ্রেস সাইটে নতুন পোষ্ট পাবলিশ হলে অটোমেটিক সকল মেম্বারের কাছে Email চলে যাবে।

মনে করুন আপনার ওয়ার্ডপ্রেস সাইটে একটা নতুন পোষ্ট পাবলিশ হয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু সেটা আপনার সাইটের কোন সদস্য না দেখলে কোন লাভ নেই। হয়ত একসময় তারা যখন আপনার সাইটে ঢুকবে তখন দেখতে পাবে। কিন্তু আপনি যদি চান তাহলে কোন নতুন পোষ্ট পাবলিশ হওয়া মাত্র আপনার সাইট হতে অটোমেটিক ভাবে সকল সদস্যদের কাছে নোটিফিকেশন Email চলে যাবে। আর এটা করার জন্য আপনাকে কোন প্রকার প্লাগিন ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এখন চলুন আমরা কাজ শুরু করি:

নিচের কোডটা কপি করে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের থিমের functions.php ফাইলে সেভ করুন:
function newPostNotify($post_ID) {
if( wp_is_post_revision($post_ID) ) return;
global $wpdb;
$get_post_info = get_post($post_ID);
if ( $get_post_info->post_status == 'publish' && $_POST['original_post_status'] != 'publish' ) {
// Get all of the emails from the database
$wp_user_email = $wpdb->get_results("SELECT DISTINCT user_email FROM $wpdb->users");
// Send emails to each of registered users
foreach ( $wp_user_email as $email ) {
// Email subject
$subject = 'A new post published at itbatayan.com';
// Messages:new post url:+ URL
$message = 'View this new post now:' . get_permalink($post_ID);
// Send email
wp_mail($email->user_email, $subject, $message);
}
}
}

add_action('publish_post', 'newPostNotify');

উপরের কোডের itbatayan.com পরিবর্তন করে আপনি আপনার নিজের সাইটের নাম দিয়ে দিন। ধন্যবাদ।


ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৮, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড হতে Howdy লেখা
পরিবর্তন করুন প্লাগিন ছাড়া।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৮, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড হতে Howdy লেখা পরিবর্তন করুন প্লাগিন ছাড়া।

আমরা জানি যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডে Howdy লিখে ইউজারের নাম লেখা থাকে ঠিক এই রকম:



যেটা একটা কমন বিষয় তাই আপনার মনে হতে পারে এই Howdy লেখাটা নিজের মতে করে পরিবর্তন করে নেবার জন্য। আর সেই জন্য আমি আজ আপনাদের সাথে একটা কোড শেয়ার করব যে কোডটার মাধ্যমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের এই Howdy লেখাটাকে খুব সহজে নিজের মত করে পরিবর্তন করে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক।
নিচের দেওয়া কোড টা আপনি কপি করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের থিমের ফাইলে এড করে সেভ করুন:
function replace_howdy( $wp_admin_bar ) {
$my_account=$wp_admin_bar->get_node('my-account');
$newtitle = str_replace( 'Howdy,', 'Welcome,', $my_account->title );
$wp_admin_bar->add_node( array(
'id' => 'my-account',
'title' => $newtitle,
) );
}
add_filter( 'admin_bar_menu', 'replace_howdy',25 );

এখন আপনার ড্যাশবোর্ডে দেখুন Howdy এর পরিবর্তে  Welcome লেখা দেখাচ্ছে।



আপনি চাইলে লেখাটাকে আপনার ইচ্ছা মত যে কোন একটা দিতে পারবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবা্দ।


ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৭, ওয়ার্ডপ্রেস সাইটের জন্য সাইটম্যাপ তৈরী করুন
কোন রকম প্লাগিন ছাড়া। সহজেই!

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৭, ওয়ার্ডপ্রেস সাইটের জন্য সাইটম্যাপ তৈরী করুন কোন রকম প্লাগিন ছাড়া। সহজেই!

সাইটম্যাপ হল যে কোন সাইট/ওয়েবসাইটের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সাইটম্যাপের মাধ্যমে সকল পোষ্ট বা পেজকে এক জায়গায় আনা ও একবারে বিভিন্ন ভিজিটর বা সার্চ ইঞ্জিনে সাবমিট করা যায়। ফলে আমাদের কষ্ট অনেকাংশে কমে যায়। ওয়ার্ডপ্রেস সাইটে সাইটম্যাপ যুক্ত করার জন্য বিভিন্ন রকম প্লাগিন আছে যার মাধ্যমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে সাইটম্যাপ যোগ করতে পারবেন কিন্তু আমি আজ দেখাবো কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে সাইটম্যাপ যোগ করবেন কোন রকম প্লাগিন ছাড়া। এর জন্য আপনাকে প্রথমে নিচ থেকে কোড টুকু কপি করে আপনার থিমের functions.php ফাইলে যোগ করতে হবে:
/*
Put the following code in your themes functions.php file
*/
function get_html_sitemap( $atts ){

$return = '';
$args = array('public'=>1);

// If you would like to ignore some post types just add them to the array below
$ignoreposttypes = array('attachment');

$post_types = get_post_types( $args, 'objects' );

foreach ( $post_types as $post_type ) {
if( !in_array($post_type->name,$ignoreposttypes)){
$return .= '<h2>' . $post_type->labels->name.'</h2>';
$args = array(
'posts_per_page' => -1,
'post_type' => $post_type->name,
'post_status' => 'publish'
);
$posts_array = get_posts( $args );
$return .= '<ul>';
foreach($posts_array as $pst){
$return .= '<li><a href="'.get_permalink($pst->ID).'">'.$pst->post_title.'</a></li>';
}
$return .= '</ul>';
}
}

return $return;
}
add_shortcode( 'htmlSitemap', 'get_html_sitemap' );

এখন আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে নতুন একটা পেজ তৈরী করুন এবং নাম দিন এবং পেজ কন্টেন্টে
 [htmlSitemap]

পেষ্ট করে সেভ করুন। এখন আপনার sitemap পেজে যেয়ে দেখুন সুন্দর একটা সাইটম্যাপ তৈরী হয়েছে।

ধন্যবাদ।

Thursday, October 12, 2017

কিছু টিপস ফলো করে আপনার ওয়ার্ডপ্রেস সাইট কে করুন সুপার ফাস্ট!

কিছু টিপস ফলো করে আপনার ওয়ার্ডপ্রেস সাইট কে করুন সুপার ফাস্ট!

আজকের আলোচনার বিষয় ওয়ার্ডপ্রেস সাইট এর স্পীড বাড়ানোর কিছু সাধারণ টিপস। আমরা কখনো চাইনা আমাদের সাইট স্লো থাকুক। তাছাড়া, সাইট দ্রুত লোড হওয়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। কারন, গুগল স্লো ওয়েবসাইটকে কখনো প্রাধান্য দিবে না। অনেকেই আছেন এই বিষয়টি গুরুত্ব দেয়না। আপনার সাইট স্লো হওয়ার কারনে আপনি প্রতিদিন কত ট্রাফিক হারাচ্ছেন তা একবার ভেবে দেখেছেন? এবার চলুন আমরা আলোচনা করি কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট দ্রুত লোড করা যায়?

ভাল মানের হোস্টিং বাছাই করা
ওয়েবসাইট দ্রুত লোড হওয়ার জন্য ভাল মানের হোস্টিং বাছাই করতে হবে। অনেকেই আছেন যারা সামান্য টাকার জন্য খারাপ হোস্টিং ব্যবহার করেন। তবে, টাকা বেশি হলে-ই হোস্টিং ভাল হবে এমন কোন কথা নেই। তাই, হোস্টিং কেনার আগে ভালভাবে যাচাই করে হোস্টিং ক্রয় করুন।

থিম নির্বাচন
ওয়ার্ডপ্রেস সাইট ফাস্ট করার জন্য আপনাকে একটি ভাল থিম নির্বাচন করতে হবে। কেননা, অনেক থিম আছে যেগুলো আপনার সাইট স্লো করে দিতে পারে। ফ্রি থিম ব্যবহার করার পূর্বে থিমের রিভিউ দেখে নিতে পারেন। প্রয়োজনে, আপনি যদি ডিজাইনার হোন তাহলে আপনি থিম তৈরি করে নিতে পারেন।

সঠিক প্লাগিন ব্যবহার করা
কিছু প্লাগিন আছে যা আপনার ওয়ার্ডপ্রেস সাইটের গতি কমিয়ে দিতে পারে। এক্ষেত্রে, ত্রুটিপূর্ণ প্লাগিন ইন্সটল করা থেকে বিরত থাকুন। আপনি চাইলে, বিকল্প প্লাগিন ইন্সটল করতে পারেন। এছাড়া, প্লাগিন ইন্সটল করার পূর্বে রিভিউ ও রেটিং দেখে নিতে পারেন।

কম সংখ্যক প্লাগিন ব্যবহার করা
ওয়ার্ডপ্রেস সাইটে প্লাগিন ব্যবহার করার প্রয়োজনীয়তা অপরিসীম। তাই বলে এই নয় যে, আপনি অপ্রয়োজনীয় প্লাগিন ব্যবহার করবেন। যথাসম্ভব, কম প্লাগিন ব্যবহার করুন। এছাড়া, প্লাগিন ব্যবহার করা ছাড়া কোডিং এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস সাইটে অনেক কাজ শেষ করা যায়।

হোমপেইজ হালকা রাখা
ওয়েবসাইটের হোমপেইজ এ এমন কোনকন্টেন্ট রাখা উচিত নয় যা ওয়েবপেইজস্লো করে। তাই, হোমপেইজ যথাসম্ভবহোমপেইজ এ কন্টেন্ট কম রাখুন।এক্ষেত্রে,হোমপেইজ এ ১০-১৫ টি টিউনরাখতে পারেন। আর অতিরিক্ত উইজগেট রেজিস্টারকরবেন না।

ওয়ার্ডপ্রেস আপডেট করা
ওয়ার্ডপ্রেস সাইট দ্রুত লোড করার জন্য ওয়ার্ডপ্রেস নিয়মিত আপডেট করা উচিত ।

এছাড়া, থিম & প্লাগিন নিয়মিত আপডেট করা উচিত। থিম & প্লাগিন নিয়মিত আপডেট করলে ওয়ার্ডপ্রেস সাইট নিরাপদ থাকবে। কারণ, একজন ডেভেলপার বেশীরভাগ তখনই থিম & প্লাগিন আপডেট করেন যখন থিম কিংবা প্লাগিন এ কোন ত্রুটি খুঁজে পান। তাই, ওয়ার্ডপ্রেস এর থিম ও প্লাগিন নিয়মিত আপডেট করা উচিত। ধন্যবাদ।
ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৬, ওয়ার্ডপ্রেস সাইটে প্লাগিন ছাড়া যে ভাবে
রিলেটেড পোষ্ট যুক্ত করবেন।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৬, ওয়ার্ডপ্রেস সাইটে প্লাগিন ছাড়া যে ভাবে রিলেটেড পোষ্ট যুক্ত করবেন।

রিলেটেড পোষ্ট হল ওয়ার্ডপ্রেস সাইটের একটি অপরিহার্য বিষয়। এই রিলেটেড পোষ্ট যুক্ত করার জন্য বিভিন্ন লোক বিভিন্ন প্লাগিন ব্যবহার করে থাকে। কিন্তু আমি প্লাগিন ব্যবহারের পক্ষে না তাই আমি আজ আপনাদের সাথে কিছু কোড শেয়ার করব যা দিয়ে আপনি খুব সহযে প্লাগিন ছাড়া থাম্বনেইল সহ রিলেটেড পোষ্ট দেখাতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক:
প্রথমে আপনি এই কোড গুলো কপি করে আপনার ওয়ার্ডপ্রেস থিমের single.php ফাইলের মধ্যে যেখানে রিলেটেড পোষ্ট দেখাতে চান সেখানে পেষ্ট করে সেভ করুন।
<div class="relatedbox">
<h2> Related Post </h2>
<ul class="rpul">
<?php
$category = get_the_category($post->ID);
$current_post = $post->ID;
$posts = get_posts('numberposts=5&category=' . $category[0]->cat_ID . '&exclude=' . $current_post);
foreach($posts as $post) : setup_postdata( $post ); ?>
<li>
<?php if ( has_post_thumbnail() ) { the_post_thumbnail('portfolio'); } else { ?> <img src="<?php bloginfo('template_directory'); ?>/images/default.gif" /> <?php } ?>
<a href="<?php the_permalink(); ?>"><?php the_title(); ?></a>
<br/>
<font color="green">Tuner:</font><font color="red"> <?php the_author();?> &nbsp;</font>
<span>
<span>
<?php the_date('j F, Y');?>
</span>
<span>
<?php comments_popup_link ('Leave a comment' , '1 comment' , '% comments'); ?>
</span>
&nbsp;

<?php
echo getCrunchifyPostViews(get_the_ID());
?>
</span>
</li>
<?php endforeach; wp_reset_postdata();?>
</ul>
</div> <!--relbox-->

এবার নিচে থেকে css কোড গুলো কপি করে আপনার ওয়ার্ডপ্রেস থিমের style.css ফাইলে পেষ্ট করে সেভ করুন।
.relatedbox {
padding-top: 10px;
padding-left: 10px;
border: 1px solid #bbbdde;
border-radius:.1em 0 0 0;
margin-bottom: 10px;
}
.rpul {}
ul.rpul li{padding: 5px; border-bottom: 1px solid #ddd; display: block; min-height: 80px;}
ul.rpul li:last-child{padding: 5px; border-bottom: 0px}
ul.rpul img{float: left; padding: 5px; border: 1px solid #bbbdde;
border-radius:.1em 0 0 0;
margin-right: 5px; width: 60px; height: 60px;}
ul.rpul p{ display: block; font-size: 13px}
ul.rpul p a{display: inline-block; font-size: 13px; color: #000}
ul.rpul a{font-size: 15px;}

এবার আপনার সিঙ্গেল পোষ্টের নিচে দেখুন ক্যাটাগরি অনুযায়ী থাম্বনেইল সহ রিলেটেড পোষ্ট ডিসপ্লে হচ্ছে। ঠিক এই রকম:

এমন আরো অনেক অনেক কোড পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।


ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৫, আপনার ওয়ার্ডপ্রেস সাইটে খুব সহজে
breadcrumbs যুক্ত করুন কোড এর মাধ্যমে।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৫, আপনার ওয়ার্ডপ্রেস সাইটে খুব সহজে breadcrumbs যুক্ত করুন কোড এর মাধ্যমে।

আমরা যখন কোন ওয়েব সাইটে ভিজিট করি তখন breadcrumbs আমাদেরকে জানিয়ে দেয় যে, আমি এই ওয়েব সাইটের কোন খানে ভিজিট করছি,

তাই breadcrumbs ওয়েব সাইটের জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিষ। আপনি চাইলে আপনার ওয়ার্ডপ্রেস সাইটেও breadcrumbs যুক্ত করতে পারবেন কোন প্রকার প্লাগিন ছাড়া। এর জন্য প্রথমে আপনি নিচ থেকে কোড টুকু কপি করুন এবং আপনার থিমের functions.php ফাইলে এড করুন:
function get_breadcrumb() {
echo '<a href="'.home_url().'" rel="nofollow">Home</a>';
if (is_category() || is_single()) {
echo "&nbsp;&nbsp;&#187;&nbsp;&nbsp;";
the_category(' &bull; ');
if (is_single()) {
echo " &nbsp;&nbsp;&#187;&nbsp;&nbsp; ";
the_title();
}
} elseif (is_page()) {
echo "&nbsp;&nbsp;&#187;&nbsp;&nbsp;";
echo the_title();
} elseif (is_search()) {
echo "&nbsp;&nbsp;&#187;&nbsp;&nbsp;Search Results for... ";
echo '"<em>';
echo the_search_query();
echo '</em>"';
}
}

আবার আপনি নিচের কোড টুকু কপি করে style.css ফাইলে এড করুন:
.breadcrumb {
padding: 8px 15px;
margin-bottom: 20px;
list-style: none;
background-color: #f5f5f5;
border-radius: 4px;
}
.breadcrumb a {
color: #428bca;
text-decoration: none;
}

এবার নিচের কোড টুকু কপি করে আপনার ওয়ার্ডপ্রেসের যেখানে breadcrumbs দেখাতে চান সেখানে এড করুন:
<div class="breadcrumb"><?php get_breadcrumb(); ?></div>

এখন নির্দিষ্ট লোকেশনে গিয়ে দেখুন দারুন একটা breadcrumbs দেখাচ্ছে।
ধন্যবাদ।


Wednesday, October 11, 2017

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৪, ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড হতে ডিফল্ট ফুটার
টেক্সট পরিবর্তন করবেন যে ভাবে।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৪, ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড হতে ডিফল্ট ফুটার টেক্সট পরিবর্তন করবেন যে ভাবে।

আশাকরি সকলে খুব ভালো আছেন। আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডের একেবারে নিচে ডিফল্ট একটা টেক্সট থাকে এই রকম-

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই ডিফল্ট টেক্সট পরিবর্তন করে নিজের ইচ্ছা মত টেক্সট যোগ করবেন।
এর জন্য প্রথমে আপনি নিচের কোড টুকু কপি করুন-
function remove_footer_admin () {
echo 'Thank You For Visiting This Site.';
}
add_filter('admin_footer_text', 'remove_footer_admin');

এখন আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডে ঢুকে Appearance থেকে Editor এ যান। সেখান থেকে থিমের ফাংশন ফাইলের মধ্যে সকল কোডের শেষে ?> এর আগে পেষ্ট করুন। এখন আপনার ড্যাশবোর্ডের নিচে দেখুন এই লেখাটি দেখাচ্ছে- Thank You For Visiting This Site. আপনি চাইলে Thank You For Visiting This Site. লেখাটি পরিবর্তন করতে পারবেন।
ধন্যবাদ।


Sunday, October 8, 2017

আপনার ওয়ার্ডপ্রেসে লগিন করার জন্য আর wp-admin লিখতে হবে না!

আপনার ওয়ার্ডপ্রেসে লগিন করার জন্য আর wp-admin লিখতে হবে না!

সালাম নিবেন। আশাকরি সকলে ভালো আছেন। আমরা জানি যে, আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগে লগিন করার জন্য প্রথমে ব্রাউজারের এড্রেস বারে লিখতে হয়: http//:example.com/wp-admin কিন্তু আপনি যদি চান, তাহলে আপনার ওয়ার্ডপ্রেস এ লগিন করতে পারবেন। এমন ভাবে: http//:example.com/login তার জন্য আপনাকে যা করতে হবে, তা হল:

প্রথমে আপনার সিপ্যানেল এ লগিন করুন। লগিন করার পর আপনি যেখানে ওয়ার্ডপ্রেস ইন্সটল করেছেন সেই ডিরেক্টরিতে প্রবেশ করে .htaccess ফাইলের একটা ব্যাকআপ নিন। ব্যাকআপ নেয়ার পর .htaccess ফাইলটি এডিট মোডে ওপেন করুন এবং নিচের লাইন টি এর পূর্বে বসিয়ে সেভ করুন।
RewriteRule ^login$ http://yoursite.com/wp-login.php [NC,L]

এখন থেকে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে লগিন করার জন্য: http//:example.com/login ব্যবহার করতে পারবেন।
সবাইকে অনেক ধন্যবাদ।
ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৩, আপনার ব্লগের এডমিনবার হতে ওয়ার্ডপ্রেস
লোগো রিমুভ করে নিন খুব সহজে।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৩, আপনার ব্লগের এডমিনবার হতে ওয়ার্ডপ্রেস লোগো রিমুভ করে নিন খুব সহজে।

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা যখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করি তখন। এই রকম একটা ওয়ার্ডপ্রেস লোগো চোখে পড়ে যা বাম পাশের উপরের কোনায় অবস্থিত:


আপনি চাইলে এই লোগো সহ এই এডমিন বার টি রিমুভ করে নিতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল:
নিচের কোড টুকু আপনার থিমের functions.php এর মধ্যে সর্বশেষে পেষ্ট করে সেভ করুন।
function annointed_admin_bar_remove() {
global $wp_admin_bar;
/* Remove their stuff */
$wp_admin_bar->remove_menu('wp-logo');
}
add_action('wp_before_admin_bar_render', 'annointed_admin_bar_remove', 0);

এখন আপনার ওয়ার্ডপ্রেস এর ড্যাস বোর্ড রিফ্রেশ করে দেখুন সেখান থেকে লোগো সহ এডমিন বার উধাও হয়ে গেছে।
সবাইকে অনেক ধন্যবাদ।